যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলের এমপি সাময়িক বরখাস্ত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের গাজায় অব্যাহত ভাবে ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে বক্তব্য প্রদান এবং যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলের একজন ইহুদি এমপিকে (আইন প্রণেতা) সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে রিপোর্ট করেছে দ্যা মেসেঞ্জার নিউজ। বরখাস্তকৃত ওই এমপির নাম ওফার ক্যাসিফ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম সহিংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় গাজায় বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এমন পরিস্থিতিতে ইসরায়েল বিরোধী হিসেবে বিবেচিত বিবৃতি দেওয়ার অভিযোগে বামপন্থি সংসদ সদস্য ওফার ক্যাসিফকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এথিকস প্যানেল বা নীতিশাস্ত্র সমিতি।

আরব-ইহুদি হাদাশ পার্টির ইহুদি সদস্য ক্যাসিফকে ৪৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলি সংবাদ প্রতিবেদন অনুসারে তার বক্তব্যের জন্য ওফার ক্যাসিফ দুই সপ্তাহের বেতনও হারাবেন। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ক্যাসিফ নেসেটের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি পেরেক’ ঠুকে দেওয়া বলে অভিহিত করেছেন।

ক্যাসিফ একটি সাক্ষাৎকারে গাজায় বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করেন। আর এই পরিকল্পনাকে তিনি ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের ‘চূড়ান্ত নিধনযজ্ঞের’ সঙ্গে তুলনা করেন। হামাসের বিস্ময়কর হামলার কথা উল্লেখ করে ওফার ক্যাসিফ এমপি বিদেশি মিডিয়াকে বলেন, ‘ইসরায়েল নিজেই এরকম সহিংসতা চেয়েছিল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *