যুক্তরাষ্ট্রে অজ্ঞাত হামলাকারী দ্বারা গুলিবিদ্ধ হয়ে ইমাম হাসান শরিফ ইন্তেকাল করেছেন। বুধবার ফজরের নামাজের পর নিউ জার্সি রাজ্যের নেওয়ার্ক মসজিদের বাইরে তাঁকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি চিরবিদায় গ্রহন করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া ছয়টার দিকে সাউথ অরেঞ্জ অ্যাভেনিউর ক্যামডেন স্ট্রিটে অবস্থিত মসজিদ মোহাম্মদ-নেওয়ার্কের বাইরে ঘটনাটি ঘটেছে। এ সময় তিনি গাড়িতে ছিলেন বলে জানা গেছে।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন বলেন, মসজিদের পাশে গুলিবিদ্ধ হন হাসান শরিফ। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। আমরা এখনো এ হামলার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানি না। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে পক্ষপাতমূলক ঘটনা যখন বাড়ছে, তখন এ ধরনের বন্দুক সহিংসতা আমাদের রাজ্যে ভয় ও উদ্বেগ আরো বাড়িয়ে দেবে। অবশ্যই সম্ভব সব দিক থেকেই অনুসন্ধান করা হবে এবং হামলাকারী বা হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, মুসলিম সম্প্রদায় যখন পক্ষপাতমূলক ঘটনা ও অপরাধে উদ্বিগ্ন, তখন আমি মুসলিম সম্প্রদায় এবং সকল বিশ্বাসী জনগোষ্ঠীকে আশ্বস্ত করছি যে আমরা সকল অধিবাসীকে, বিশেষ করে আমাদের উপাসনালয়ের ভেতরে ও আশপাশে যারা বসবাস করেন, তাদের নিরাপদ রাখতে আমাদের সব শক্তি প্রয়োগ করব।
প্ল্যাটকিনের তথ্যমতে, নিউ জার্সিতে তিন লাখ মুসলিম আমেরিকানের বসবাস। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম ও ইহুদিবিদ্বেষী হামলার ঘটনা বাড়তে দেখা গেছে।
এসেক্স কাউন্টির কৌঁসুলি টেড স্টিফেনস বলেন, ইমাম হাসান শরিফের শরীরে একাধিক গুলির দাগ রয়েছে। এ হামলাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে স্টিফেনস আরও বলেন, ‘আমরা ইমামের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’
যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তাবিষয়ক প্রশাসন (টিএসএ) নিশ্চিত করেছে, শরিফ ২০১৬ সাল থেকে নিউআর্ক বিমানবন্দরে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি স্ক্রিনার) হিসেবে কর্মরত ছিলেন।
গভর্নর ফিল মারফি একটি বিবৃতিতে এ বিষয়ে তথ্য আছে এমন ব্যক্তিদের এগিয়ে আসতে অনুরোধ করেছেন। তিনি বলেন, আমি মুসলিম সম্প্রদায় এবং সমস্ত ধর্মের লোকদের আশ্বস্ত করতে চাই যে আমরা সমস্ত বাসিন্দাদের, বিশেষ করে আমাদের উপাসনালয়ে বা তার কাছাকাছি নিরাপদ রাখতে আমাদের ক্ষমতায় সবকিছু করব। যে কেউ শুটিং সম্পর্কে তথ্য দিলে ২৫ হাজার ডলার (১৯ হাজার পাউন্ড) পুরস্কার দেওয়া হবে।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের নিউ জার্সি শাখার মুখপাত্র দিনা সায়েদ আহমদ এক বিবৃতিতে বলেন, এই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সংগঠনের পক্ষ থেকে ইমাম হাসান শরিফকে “নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বের আলোকবর্তিকা” হিসাবে বর্ণনা করা হয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি ও আল জাজিরা