যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) ক্যালিফোর্নিয়ার মুরিয়েটা শহরের একটি বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। মুরিয়েটায় ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরে প্রায় এক একর জায়গাজুড়ে আগুন ধরে যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি সেসনা সি৫৫০ বিজনেস জেট ছিল।

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভোর সোয়া ৪টার পর বিমানটিকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। বিমানের ছয় যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে, লাস ভেগাস থেকে ফরাসি উপত্যকায় ওই সময়টাকে কেবল একটি ব্যবসায়িক জেটই উড়ছিল। অবতরণের আগে বিমানটি একবার মাঠের কাছাকাছি ঘোরাঘুরি করে। এরপর বিধ্বস্ত হলে প্রায় এক একর গাছপালা পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *