যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বরং সক্ষমতা বাড়াতে হবেঃ বিজিএমইএ সভাপতি

আন্তর্জাতিক বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশের পণ্য রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ দপ্তরে অনুষ্ঠিত ২ আগস্ট, শনিবার এ সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানিকৃত পোশাক পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% নির্ধারণ করাকে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফল আলোচনার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টাসহ তাদের টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিএমইএ সভাপতি বলেন, এই অর্জনে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শিল্পের পাশাপাশি সরকারেরও নীতি সহায়তা অব্যাহত রাখা প্রত্যাশিত। তিনি আশা প্রকাশ করেন, শিল্প মালিক, সরকার, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজ—সবার সম্মিলিত প্রচেষ্টায় এই শুল্ক প্রতিবন্ধকতা না হয়ে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিজিএমইএ নেতৃবৃন্দ

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোঃ হাসিব উদ্দিন,পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক রুমানা রশীদ, এবং পরিচালক সামিহা আজিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *