যুক্তরাষ্ট্রের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক সিনিয়র কর্মকর্তার পদত্যাগ

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক কর্মকর্তা এন্ড্রু মিলার পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কাজ করার জন্য নিবেদিত স্টেট ডিপার্টমেন্টের তিনি সবচেয়ে সিনিয়র কর্মকর্তা। মিলার পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন। তবে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিতর্কিত গাজা নীতির প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন। মিলারের প্রস্থানের খবর প্রথম দিয়েছে ওয়াশিংটন পোস্ট।

দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নজিরবিহীন সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এন্ড্রু মিলার সহকর্মীদের বলেছিলেন, হামাস-ইসরাইল যুদ্ধ ভয়ানক হয়ে উঠেছে। তবে পদত্যাগের বিষয়টি ব্যক্তিগত বলে তিনি জানিয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিতর্কিত গাজা নীতির প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন বলে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। যে নীতির কারণে গত কয়েক মাসে মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ইসরাইল-ফিলিস্তিনবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু মিলার।

ওবামা প্রশাসনের সময় জাতীয় নিরাপত্তা পরিষদে মিশর এবং ইসরায়েল সামরিক ইস্যুগুলির পরিচালক হিসাবে কাজ করা-সহ মিলারের এই অঞ্চলে গভীর দক্ষতা রয়েছে। যুদ্ধের সময় গাজা থেকে একজন আমেরিকান সেনা সদস্যের মা ও চাচাকে পালাতে সাহায্য করতেও মিলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলি সেটেলার তথা ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে বাইডেন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে। ওই নির্বাহী আদেশ জারির ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন মিলার।

মিলারের পদত্যাগের ব্যাপারে ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার রিপোর্টার কিম্বার্লি হ্যালকেট বলেছেন, গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতি প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসনের অব্যাহত সমর্থনের কারণে তার মধ্যে যে ক্রমশ হতাশা বাড়ছিল এই পদত্যাগ তারই প্রমাণ। সূত্র: আল জাজিরা, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *