যুক্তরাষ্টের দৃষ্টিতে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেয়া হবেনা

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্টের মতে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেয়া হবেনা। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেছেন মুখপাত্র ম্যাথু মিলার।

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান- বাংলাদেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এবং বিরোধী দলের হাজারো নেতাকর্মীকে জেলে রেখে অনুষ্ঠিত প্রতারণার নির্বাচনের জবাবে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? এর আগে আপনি যেমনটা আপনার বিবৃতিতে উল্লেখ করেছিলেন এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

উত্তরে ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিনে অনিয়মের রিপোর্টে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবেক্ষকদের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি মিলিয়েছি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ। নির্বাচনের সময় এবং নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা। সহিংসতার বিষয়ে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত এবং জড়িতদের জবাবদিহিতায় আনতে বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করছি। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা পরিহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানাই।

এরপর অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়- যখন আপনারা বলছেন, বাংলাদেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার পরিষ্কার ভাবে বলেন ‘নো, নো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *