যুক্তরাজ্যে কৃতিত্বের সাথে মাস্টার্স করেছেন সিলেটের ছালেহ আহমদ

ক্যাম্পাস প্রবাসী যুক্তরাজ্য সিলেট
শেয়ার করুন

যুক্তরাজ্যের খ্যাতিমান বিশ্ববিদ্যালয় University of the West of Scotland থেকে Master of Science in Technology ডিগ্রি অর্জন করেছেন সিলেটের ছালেহ আহমদ।

ছালেহ আহমদ বর্তমানে লন্ডনের জনপ্রিয় মিডিয়া ‘মানব টিভি’তে কর্মরত। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় এলাকায় আল-নূর একাডেমির সাবেক শিক্ষক ছালেহ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ৭ং ইউনিয়নের করগ্রামের জনাব সামছু মিয়া ও সাজনা বেগমের প্রথম পুত্র। ছালেহ সমৃদ্ধ জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *