যা হারিয়েছেন তার চেয়ে ভাল কিছু ফিরিয়ে দেবেন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত
শেয়ার করুন

অনুবাদ: মাসুম খলিলী

এক. আপনার চোখের সামনে সবকিছু ভেঙ্গে পড়তে দেখা অস্বাভাবিক নয়। আপনি মনে করেন একে একে সব হারাচ্ছেন আপনি। এমন ঘটনা ঘটে। কেন তা ঘটে একমাত্র মহান আল্লাহই জানেন। তবে মনে রাখবেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, আপনি যা হারিয়েছেন তার চেয়ে ভাল কিছু তিনি ফিরিয়ে দেবেন। তাকে বিশ্বাস করুন।

দুই. আপনার অতীতকে বার বার স্মরণে আনা বন্ধ করুন। অতীত আর এখন বিদ্যমান নেই। এটি আপনাকে এখন চিত্রিতও করে না। এটি একটি ভাল অনুস্মারক হতে পারে কিন্তু এটিকে আপনার ভবিষ্যতকে বাধাগ্রস্ত করতে দেযা যায় না। যতক্ষণ এটি আপনাকে জাগিয়ে তোলে এবং আপনি আরও ভালভাবে জিনিসগুলি ঠিক করার চেষ্টা করেন ততক্ষণ এটি ভাল। সর্বশক্তিমান আপনার প্রচেষ্টা দেখেন।

তিন. কিছু ব্যক্তি অতীতে বাস করা বন্ধ করতে পারেন না। তারা কতটা ক্ষতিগ্রস্থ হয়েছিল, কীভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছিল, সেই একই পরিস্থিতি তারা বার বার স্মরণ করে চলেছে। এ সব জিনিস কেবল আপনার মনকে বিষাক্ত করে তোলে, আপনার এগিয়ে যাওয়াকে কঠিন করে তুলে এবং নেতিবাচকতায় আপনাকে পূর্ণ করে ফেলে। অতীত থেকে বিরতি নিন! সামনে এগিয়ে চলুন!

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান আপনার জন্য যা পরিকল্পনা করেছেন তা আপনি যা কল্পনা করছেন তার চেয়ে অনেক বড়, ভাল ও কল্যাণকর। তাই তার ওপর আপনার আস্থা রাখুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং হাসি খুশি থাকুন।
দুই. না বলতে ভয় পাবেন না। আপনি যদি কিছু করতে অসমর্থ হন তবে না বলুন। যদি আপনি এটাকে আপনার সময়সূচীতে মানানসই না করতে পারেন তখনও না বলুন। আপনি যদি আচ্ছন্ন থাকেন তাহলে যা করার সামর্থ আপনার রয়েছে তাও করতে পারবেন না। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। আপনার নিজের মঙ্গলও গুরুত্বপূর্ণ।

তিন. সর্বশক্তিমান। আমাদের মস্তিষ্কে বোমা ফেলার মতো এমন অনেক বিষয় রয়েছে যা নিয়ে আমরা উদ্বিগ্ন । আমরা জানি আপনি পুরোপুরি সমস্ত কিছুর নিয়ন্ত্রণে আছেন এবং আমরা সেই অবস্থায় নেই। আপনার অসীম প্রজ্ঞা ও রহমতের কারণে আমরা এগুলি আপনার হাতে তুলে দিই। আমরা জানি যে, আপনি সর্বদা আমাদের জন্য সেরাটি চান, আপনি আমাদের মনে শান্তি দিন। আমীন।

দ্রষ্টব্যঃ

(সে খবর এই) যে, কোন বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা। আর নিশ্চয়, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আর নিশ্চয়, তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে, অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান। আর নিশ্চয়, সবকিছুর সমাপ্তি তো আপনার প্রতিপালকের নিকট। আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাঁদান। আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন। (সুরা নাজম: ৩৮-৪৩)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *