যাদের হাতে উঠলো অস্কার ২০২২ এর সেরার পুরস্কার

ফিচার বিনোদন
শেয়ার করুন

ফয়সাল আমিন কাজি (ফাহিম ফয়সাল): যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে ২৮ মার্চ, সোমবার। বিজয়ীদের হাতে তুলে দেয়া হচ্ছে সর্বোচ্চ পদক। মোট ২৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এবারের আসরের বিজয়ী কারা।

সেরা সিনেমা:
কোডা

সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন

সেরা অভিনেতা: উইল স্মিথ

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন

সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার

সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস

সেরা এনিমেটেড সিনেমা: এনচ্যান্টো

সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই

সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টাম্মি ফায়ে
ভিজ্যুয়াল ইফেক্ট: ডুন

সিনেমাটোগ্রাফি: ডুন

সম্পাদনা: ডুন

প্রোডাকশন ডিজাইন: ডুন

শব্দ: ডুন

সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার

সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল

শর্ড ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবল

লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
দ্য লং গুডবাই

অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার

সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা

অরিজিনাল স্কোর: ডুন

কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা।

৯৪তম এই আসরটির মাধ্যমে মহামারির পরে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে স্বশরীরে তারকারা উপস্থিত হয়েছেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *