যতদিন বেঁচে আছেন, আশা বাঁচিয়ে রাখুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. যতদিন আপনি বেঁচে আছেন, আশা বাঁচিয়ে রাখুন। মহান আল্লাহর রহমতের আশা। তিনি আপনার জন্য সবচেয়ে ভালো চান এবং আশা করি সঠিক সময়ে আপনাকে তা দেবেন। সুতরাং আপনি যা কিছুর মুখোমুখি হচ্ছেন – পরীক্ষা, চাপ, ভঙ্গুরতা, আশা করুন যে সেগুলি সবই হবে অস্থায়ী। সামনে আরও ভালো দিন আসবে।

দুই. পৃথিবী আপনার কাছে অনেক কিছু চাইবে। কিন্তু দিনের শেষে, কখনই ভুলে যাবেন না যে আপনি মানুষ। ঠিক অন্য সবার মত। আপনি ব্যথা অনুভব করবেন, আপনি আঘাত পাবেন, আপনি ভেঙে পড়বেন। এটি জীবন নামক প্রক্রিয়ার অংশ। আপনি শেষ পর্যন্ত ঠিক থাকবেন।

পূনশ্চঃ

এক. যখন কেউ আপনার প্রতি আঘাত করে অথবা বর্ণবাদী হয়, তখন একই আচরণ আপনি করবেন না। এটি আপনাকে তাদের প্রতি একই আচরণ করার সবুজ সংকেত দেয় না। অন্যের চরিত্রের কদর্যতাকে পরিবর্তন করতে দেবেন না আপনাকে। মনে রাখবেন সেই কদর্যতা তাদের চরিত্রের প্রতিফলন। আপনার নয়।

দুই. জীবনটা এমনই। লোকেরা আপনাকে যন্ত্রণা দেবে, আপনাকে আহত করবে, আপনাকে নীচে নামাবে, আপনি যাতে নিজের সম্পর্কে খারাপ ভাবেন, মনে করেন যে সত্যি সত্যিই আপনি বাজে লোক, এমন অনুভুতি সৃষ্টির চেষ্টা করবে! আপনি কীভাবে এর প্রতিক্রিয়া দেখান সেটি নির্ধারণ করবে এর ফলাফল । আপনি ক্ষমতায়িত না করা পর্যন্ত তারা থাকবে শক্তিহীন। তাদের যে গোলাবারুদ দরকার সেটি তাদের দেবেন না!

তিন. প্রার্থনা! প্রার্থনা! প্রার্থনা! আপনি যত বেশি সর্বশক্তিমানের উপাসনা করবেন, আপনার উদ্বেগ তত কম হবে। আপনি জিনিসগুলি পরিষ্কার দেখতে পাবেন। আপনি আরও ধৈর্যশীল ব্যক্তি হয়ে উঠবেন এবং আপনি এই বিশ্বের নানামুখি চাপের দ্বারা কম আক্রান্ত হবেন। আপনি অনেক ভালো জীবন যাপন করবেন।

চার. এমন ক্ষমা আশা করবেন না। আপনি হতাশ হচ্ছেন কারণ এটি কখনই আসবে না। যাইহোক তাদের ক্ষমা করুন। মনে রাখবেন, সর্বদা এমন কিছু লোক থাকবে যারা কোনও ভুল করেছেন এমনটি মেনে নিতে রাজি হন না। নিজের ভুল স্বীকার করতে পরিপক্কতা লাগে। সুতরাং আপনার নিজের জন্য এগিয়ে যান, তাদের জন্য নয়!

পাঁচ. আপনি যা বলছেন তা লোকেরা সব সময় নাও শুনতে পারে, তবে আপনি যা প্রচার করছেন তা নিজে অনুশীলন করলে তারা অবশ্যই সেটি পর্যবেক্ষণ করবে। সর্বদা উদাহরণ দিয়ে নেতৃত্ব দিন। এটি করার জন্য আপনাকে কর্তৃত্বের বা ক্ষমতার অবস্থানে থাকতে হবে এমন নয়। সদাচরণের জীবন যাপন করুন এবং এতে আপনার বার্তাটি দূর-দূরান্তে ছড়িয়ে পড়বে!

ছয়. আপনার এবাদতের কাজে ধারাবাহিকতা বজায় রাখুন। ছোট, দৈনিক ডোজ এক বিশাল কিছু আর তারপরে কিছুই নয় এর চেয়ে ভাল । অবিচ্ছিন্নভাবে করা কাজকে সর্বশক্তিমান পছন্দ করেন। মনে রাখবেন, বাচ্চা ধাপে ধাপে, ধীরে ধীরে নিজেকে গড়ে তুলে। এইভাবে আপনার ক্ষমতা অব্যাহত থাকার সম্ভাবনা থাকে বেশি।

দ্রষ্টব্য:

তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না, পিতা-মাতা, আত্মীয়স্বজন, এতিম ও দরিদ্রদের সঙ্গে সদ্ব্যবহার তথা সুন্দর আচরণ করবে এবং মানুষকে সুন্দর কথা বলবে। (সূরা বাকারা : ৮৩)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত : তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মুমিনের ইন্তেকালের পরও তার যেসব নেক ‘আমল ও নেক কাজের সাওয়াব তার কাছে সব সময় পৌঁছতে থাকবে, তার মধ্যে-(১) ‘ইলম বা জ্ঞান-যা সে শিখেছে এবং প্রচার করেছে; (২) নেক সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গেছে; (৩) কুরআন যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে; (৪) মসজিদ যা সে নির্মাণ করে গেছে; (৫) মুসাফিরখানা যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে; (৬) কূপ বা ঝরনা যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য এবং (৭) দান-খয়রাত যা সুস্থ ও জীবিতাবস্থায় তার ধন-সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব নেক কাজের সাওয়াব তার কাছে পৌঁছতে থাকবে। (সুনানে ইবনু মাজাহ : ২৪২, সহিহ তারগিব : ৭৭)

সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো আল্লাহতায়ালার ভয় ও সুন্দর আচরণ। আর সবচেয়ে বেশি যা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে তা হলো মুখ এবং লজ্জাস্থান।’ (সুনানে তিরমিজি)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *