যতই পাপ করুন না কেন তাঁর কাছে ফিরে যান : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী


এক.
আপনি যদি অনুতপ্ত হতে চান কিন্তু নিজেকে দ্বন্দ্বমূলক আবেগের সাথে লড়াই করতে দেখতে পান তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, শয়তান আপনাকে সর্বশক্তিমান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যা করার তা করবে। তার কৌশল বুঝুন। আপনি যতই পাপ করুন না কেন, বিলম্ব না করে পরম করুণাময়ের কাছে ফিরে যান।

দুই. পরিবর্তনকে ভয় পাবেন না। মাঝে মাঝে, আপনার পদক্ষেপগুলি দেখতে আপনাকে সংশোধন করতে হবে আপনার জীবনকে। তাই আপনি যা কিছুই অনুভব করুন না কেন, আবার শুরু করতে ভয় পাবেন না। এইবার, আপনি প্রারম্ভবিন্দু থেকে শুরু করছেন না, আপনি শুরু করছেন অভিজ্ঞতা থেকে।

পূনশ্চঃ

এক. আপনি যদি সর্বশক্তিমানের সাহায্য চান, তবে নিশ্চিত থাকুন যে এটি সর্বদা আসবে তবে প্রায় সময় দেখা যাবে যে, আপনি যেভাবে আশা করেন সেভাবে নয়। কিন্তু এটি যেভাবে আসে তা আপনার যা প্রয়োজন তা সর্বশক্তিমান জেনেই পাঠান। আপনি নিজেকে যতটা জানেন তার চেয়ে আপনাকে অনেক বেশি জানেন শুধুমাত্র তিনিই। ধৈর্য ধরুন এবং সেরা ফলাফলের জন্য অপেক্ষা করুন।

দুই. সূর্য উঠলে চারপাশে অনেক ‘বন্ধু’ থাকবে। মেঘ ঘনিভুত হলে এবং ঝড় শুরু হলে কতজন অবশিষ্ট থাকে তা গণনা করার চেষ্টা করুন। একজন সত্যিকারের বন্ধুকে জানুন।

তিন. আপনি কি হাল ছেড়ে দেওয়ার পথে? আপনি কি কখনও কখনও মনে করেন যে সবকিছু বেশ কঠিন হয়ে গেছে এবং আপনার ভবিষ্যতের জন্য ভাল কিছুই অবশিষ্ট নেই। আপনি বিশ্বাস করুন এটাই শয়তান চায়। এর জন্য পড়ে যাবেন না। সর্বশক্তিমান বলেছেন তাঁর রহমত থেকে আশা হারাবেন না।

চার. কিছু কিছু সময়ে, আপনাকে আপনার স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তির জন্য জিনিসগুলি কেবল ছেড়ে দিতে হবে। এ নিয়ে কোনও প্রশ্ন করবেন না অথবা কোনও উত্তরও অনুসন্ধান করবেন না। লোকেরা আপনাকে বোঝবেন এমন প্রত্যাশা করবেন না। যিনি আপনাকে তৈরি করেছেন তিনি ছাড়া কারও কাছ থেকে কিছু আশা করবেন না। এভাবে আপনার হতাশাগুলি কেটে যাবে।

পাঁচ. আপনি কঠোর পরিশ্রম করেছেন কিন্তু পদোন্নতি পাননি। আপনি তাকে ভালবাসেন কিন্তু তিনি অন্য কাউকে বিয়ে করেছেন। আপনি জীবনকে অন্যায্য বলে ভাবছেন! না। এটা ইচ্ছাকৃত চিন্তাভাবনা। বাস্তবতা হ’ল সর্বশক্তিমান আপনাকে এমন জিনিস থেকে রক্ষা করছেন যা ভবিষ্যতে ঘটবে। যেটা সম্পর্কে আপনি আগে ভাবতেই পারবেন না! তাঁর সিদ্ধান্ত গ্রহণ করে নিতে শিখুন।

ছয়. অন্যের সুখ নষ্ট করতে যাবেন না। এটি ঘুরে ফিরে আপনার উপর আসবে। সর্বশক্তিমান আপনার প্রতিবেশীকে আশীর্বাদ করার সময় আপনি কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সে বিষয়ে সতর্ক হন। তার জন্য খুশি হন এবং প্রার্থনা করুন যে সর্বশক্তিমান আপনাকেও যেন একইভাবে পুরস্কৃত করেন। তাকে নিয়ে গুজব ছড়ানো বা গসিপ করবেন না। আপনার অন্তরকে পরীক্ষা করুন।

দ্রষ্টব্য

যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না।’ (সুরা কাহাফ : ২৮)

আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তায়ালা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী। (সূরা আত-তওবাঃ:৭১)

জালিম সেদিন নিজের দুই হাত দংশন করতে করতে বলবে, হায় দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। (ফুরকান : ২৮)

আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরকেও আগুনে ধরবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই। অতএব কোথাও সাহায্য পাবে না। ( সূরা হূদ:১১৩)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *