যতই কষ্টকর হোক না কেন নিরাময় সম্ভব : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনি যতই কষ্টকর অনুভব করুন না কেন, মনে রাখবেন যে নিরাময় সম্ভব। এটি রাতারাতি নাও ঘটতে পারে, তবে সময় ও সর্বশক্তিমান আপনার পাশে। আপনি জীবনকে সম্পূর্ণরূপে গ্রহণ করার শক্তি পাবেন। বিশ্বাস রাখুন,এই যাত্রায় আপনি মোটেই একা নন।

পূনশ্চঃ

এক. নিজের জন্য সবকিছু করার পরিবর্তে,বেশি বেশি শুনতে শিখুন এবং পরিবর্তনের জন্য অন্যদের কথা বলার সুযোগ দিন। আপনার আগ্রহ দেখান, কোনো বিচার না করেই তাদের সমস্যার কথা শুনুন। আপনি অবাক হবেন যে কেবল শুনেই আপনি কাউকে কতটা সাহায্য করতে পারেন।

দুই. এটা ভাবা ভুল যে শুধুমাত্র ধৈর্যের ক্ষেত্রে অপেক্ষা করতে হয়। পরম করুণাময়ের ডিক্রিকে মেনে নেওয়ার বিষয়েও এটি জেনে রাখা ভাল যে, সুফল আপনার জন্য অপেক্ষা করছে। সর্বশক্তিমান আপনাকে সর্বোত্তমটা দেবেন। আর সর্বশক্তিমানই একমাত্র যিনি আমাদের অন্তরে কী আছে তা জানেন। তাই যেই তাঁর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে তার প্রচেষ্টাকে ছোট করবেন না। আপনার মান অনুযায়ী তাদের বিচার করবেন না।

তিন. মনে রাখবেন, মন যা মুছে ফেলতে পারে না তা রিপ্লে করে। তাই আপনি আপনার হৃদয়ে কি রাখবেন তা নিয়ে সতর্ক থাকুন। আপনার সৃষ্টিকর্তার স্মরণে এটিকে বার বার পরিশুদ্ধ করুন।

চার. একবার যদি আপনি পাপ করে পেলেন, তা স্বীকার করুন, দ্রুত অনুতাপ করুন এবং সামনে এগিয়ে যান। সর্বশক্তিমানের সাথে আপনার সম্পর্কের যে স্লেট সেটি পরিস্কার করুন। এটি নিয়ে অতি চিন্তা করবেন না এবং এটি নিয়ে পড়ে থাকবেন না, এটি আপনাকে ধ্বংস করে দেয় এবং আপনার ভবিষ্যত নষ্ট করে। শয়তান এটাই চায় এবং সে ঠিক সেটাই করবে! ইবলিসকে সফল হতে দেবেন না।

পাঁচ. এটি দুঃখজনক যে, কিছু লোক আপনার দ্বারা ঈর্ষান্বিত ও ভীত হয়, তারা যখন আপনার সম্পর্কে একেবারে কিছুই জানে না তখন কেবল তাদের বলার মতো নেতিবাচক জিনিসই থাকে। এটি এখনকার সাধারণ অনুশীলন হয়ে দাঁড়িয়েছে; আসলে এটিই যেন নিয়মে পরিণত হয়েছে। সর্বশক্তিমানের কাছে আমাদের মুখের ভাষা যেন অন্যদের ক্ষতি না করে সেভাবে কথা বলার জন্য সহায়তা কামনা করুন!

ছয়. দুশ্চিন্তাকে আপনার নিয়ন্ত্রণ নিতে দেবেন না। শয়তান এটাই চায়। সে আপনাকে উদ্বিগ্ন হতে এবং সন্দেহের মধ্যে রাখতে চায়। আপনাকে গ্রাস করতে দেবেন না চাপকেও। আপনার পদক্ষেপে প্রয়োজনীয় কিছু সাথে নিন। ইতিবাচকভাবে চিন্তা করুন। সব সময় সমাধান কি সেটি অনুসন্ধান করুন। গভীরভাবে নিঃশ্বাস নিন এবং জেনে রাখুন যে সর্বশক্তিমান অন্যদের ক্ষতি করতে পারে এমন কথা বলা থেকে আমাদের জিহ্বাকে হেফাজত করবেন।

সাত. আপনি কাকে অপমান ও নিন্দা করছেন সে সম্পর্কে সতর্ক থাকুন। গুজব ছড়িয়ে দেয়া এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলার জন্য আপনাকে অনেক বেশি মূল্য দিতে হবে। এ ধরনের কাজ ছেড়ে দিন। কোনভাবেই অন্যের কাজে ব্যস্ত থাকবেন না, অন্যের কাদা নিজের গায়ে মাখাবেন না। এমন কিছু প্রার্থনা থেকে বিরত থাকুন যা আপনার সাথে সম্পর্কিত নয়। আপনার নিজের জীবনে মনোনিবেশ করুন।

দ্রষ্টব্যঃ

হে মানুষ! তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে এসেছে নাসীহাত আর তোমাদের অন্তরে যা আছে তার নিরাময়, আর মু’মিনদের জন্য সঠিক পথের দিশা ও রহমাত। বল, আল্লাহর অনুগ্রহ ও দয়ার বদৌলতে (তা এসেছে), এজন্য তারা আনন্দিত হোক। তারা যা স্তুপীকৃত করছে তার চেয়ে এটি (অর্থাৎ হিদায়াত ও রহমাতপূর্ণ কুরআন) উত্তম। (সূরা ইউনূস: ৫৭)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *