ম্যারাডোনার জার্সি বিক্রি ৭৭ কোটি ৪৪ লাখ টাকায়

খেলাধুলা সাম্প্রতিক
শেয়ার করুন

স্টিভ হজ স্বপ্নেও হয়তো এতটা আশা করেননি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যে জার্সি পরে দুই গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা, সে জার্সিটা নিলামে তুলেছিলেন সাবেক ইংলিশ ফুটবলার। সেটি আজ অনলাইন নিলামে বিক্রি হয়েছে ৭১ লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ডে।

বাংলাদেশের মূল্যমানে যা ৭৭ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৬৭২ টাকা। কোনো ফুটবলারের পরা জার্সি তো বটেই, যে কোনো খেলাতেই নিলামের রেকর্ড ভেঙেছে ম্যারাডোনার জার্সি। অনলাইন নিলাম বেশ আলোচনার জন্ম দিয়েছে।

কোনো ফুটবলারের পরা জার্সির আগের রেকর্ডটি ছিল পেলের। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল–চেকোস্লোভাকিয়া ম্যাচে এক স্লোভাক খেলোয়াড় পেলের জার্সিটি পেয়েছিলেন। ফাইনালের সে জার্সি বিক্রি হয়েছিল ১ লাখ ৫৭ হাজার ৭৫০ পাউন্ডে।নিলামে উঠেই সে রেকর্ড ভেঙেছে ম্যারাডোনার জার্সি। নিলামে শুরুতেই ৪০ লাখ পাউন্ড হাকিয়েছেন একজন। সেটা বাড়তে বাড়তে আজ ৭১ লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ডে থেমেছে। তাতে ভেঙেছে সব খেলার রেকর্ডও।

গতকাল পর্যন্ত খেলাধুলায় কোনো ম্যাচে পরা জার্সি নিলামে সর্বোচ্চ ৫৬ লাখ ডলারে বিক্রি হয়েছে। বেসবল কিংবদন্তি বেব রুথ নিউইয়র্ক ইয়াঙ্কিসে যে জার্সি পরতেন, সেটি ২০১৯ সালে এই দামে বিক্রি হয়।

এত মূল্য দিয়ে ম্যারাডোনার জার্সি কে কিনেছেন, তা অবশ্য জানা যায়নি এখনো।

আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *