মোদির ছবি দিয়ে সেলফি বুথ হবে ভারতে সব ক্যাম্পাসে

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মোদির ছবি দিয়ে সেলফি বুথ বানাতে হবে। সেলফি তোলার জায়গা থাকতে হবে সবখানে। যেখানে থাকবে প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদির বিভিন্ন ছবি। মোদির সেসব ছবির সামনে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করতে শিক্ষক–শিক্ষার্থী–দর্শনার্থীদের উৎসাহিত করতে হবে।

এমনই একটি নির্দেশনা দিয়েছে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব মনীশ জোশি বলেন, তরুণ প্রজন্মের শক্তি ও উদ্দীপনাকে কাজে লাগানোর অনন্য সুযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি থেকে অনুপ্রেরণা নিয়ে তাঁদের মনকে উদ্দীপ্ত করে তুলতে হবে।

এই নির্দেশনায় ভারতজুড়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকেরা মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে ক্যাম্পাসগুলোকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারের অনানুষ্ঠানিক মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে ক্ষমতাসীন মোদি সরকার। আর এ জন্য প্রধানমন্ত্রীর ছবিসহ সেলফি বুথ বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে খুব সূক্ষ্মভাবে একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে যে, ভারতের অভাবনীয় সব অর্জনের পেছনে মাত্র এক ব্যক্তির (মোদি) ভূমিকা রয়েছে।

জওহরলাল নেহরু ইউনিভার্সিটির এক শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় হলো বহু মত লালনের জায়গা। সেলফি বুথ বানানোর ধারণা যদি শুধু একজন প্রভাবশালী ব্যক্তির মত প্রচারের জায়গা হয়, তাহলে তা দীর্ঘ মেয়াদে বিশ্ববিদ্যালয়ের ধারণার পরিপন্থী হবে।সেলফি বুথগুলো প্রচারের কৌশলকে উৎসাহ দেবে, বিতর্ক ছড়াবে এবং জনগণের সমস্যা এড়িয়ে যাওয়ার সুযোগ এনে দেবে।

এদিকে দিল্লিতে বিজেপি তার ‘সেলফি উইথ মোদি’ প্রচারাভিযান শুরু করার একদিন পরেই কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার বলেছেন, এখন যে কেউ বিনামূল্যে প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলতে পারেন। যেখানে তিনি দাবি করেছেন, অরবিন্দের সাথে একটি ছবি ক্লিক করার জন্য লোকদের চার্জ করে কেজরিওয়াল।

বিজেপি প্রধান অমিত শাহ শনিবার মধ্য দিল্লির খান মার্কেটে একটি সেলফি বুথ উদ্বোধন করে ‘সেলফি উইথ মোদি’ প্রচারণা শুরু করেছেন। বিজেপি শহর জুড়ে এমন প্রায় ২হাজার ৫শত বুথ স্থাপন করবে, যেখানে লোকেরা ‘ভার্চুয়াল নরেন্দ্র মোদী’র সাথে ফটো ক্লিক করতে সক্ষম হবে। সুত্র: দ্য টেলিগ্রাফ, ফাস্ট পোস্ট ও রেডিফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *