অনুবাদ : মাসুম খলিলী
এক. মনে রাখবেন এমন কোন সমস্যা নেই যা সমাধানযোগ্য ছিল না বা সমাধান করা যায় না। জীবন আমাদের প্রতি মাঝে মাঝে ঘুর্ণিবল ছুড়ে দেয় এবং আমরা তা নিয়ে উদ্বিগ্ন থাকি,অথচ এমনটি প্রায়শই ঘটে না। আর তা দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণও নয়। আমাদের সমস্ত সমস্যার উত্তর যাঁর কাছে রয়েছে সর্বদা তাঁর কাছ থেকে দিকনির্দেশনা ও শক্তি সন্ধান করুন।
দুই. অজানাকে ভয় পাওয়াটা স্বাভাবিক। মানুষ হিসাবে, সমস্ত কিছুর উত্তর আমাদের কাছে থাকে না, তবে আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে সর্বশক্তিমানের কাছে আমাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা রয়েছে। সব সময় মনে রাখবেন যে তিনি আমাদের এ পর্যন্ত এনেছেন, আমাদের পথে আসা প্রতিটি অসুবিধার বিষয় তিনিই দেখবেন!
তিন. আপনার ব্যাংক ব্যালেন্সের আকার অনুসারে কি আপনার মূল্য নির্ধারণ করেন আপনি? কোনও বস্তুগত উপাদানই আপনি যা খুঁজছেন তা এনে দেবে না। আপনি যদি পর্যাপ্ত জীবন চান, কৃতজ্ঞতা দিয়ে শুরু করুন। সর্বদা কৃতজ্ঞ থাকুন। আপনার হৃদয়কে অন্যের জন্য খুশি হতে দিন। আপনি আরও অনেক বেশি কৃপা পাবেন!
পূনশ্চঃ
এক. অন্যদের মতামতকে আপনার প্রতি নিজের যে আস্থা রয়েছে সেটিকে চুরি করতে দেবেন না অথবা আপনি যা কিছু করছেন তা থেকে নিজেকে বিরত থাকতে দেবেন না। তারা যা চায় তা তাদের বলতে দিন কারণ আপনি লোকেদের তাদের মনের কথা বলা থেকে আটকাতে পারবেন না। দিনের শেষে মনে রাখবেন, শুধুমাত্র সর্বশক্তিমানের বিচারই গুরুত্বপূর্ণ।
দুই. মানুষ সবসময় তুলনা করে। আমরা প্রায়ই অনুভব করি যে অন্য ব্যক্তিটি আমাদের চেয়ে অনেক ভাল অবস্থায় রয়েছে। আমাদের যা আছে তা গ্রহণ ও প্রশংসা করার পরিবর্তে, আমরা সর্বদা অন্যদের কী আছে তা দেখার উপায় খুঁজে পাই। আমাদের সতর্ক হতে হবে। আরও ভাল কিছু অর্জন করার চেষ্টা করতে গিয়ে, একজনের কাছে যা আছে তাও হারাতে হতে পারে।
তিন. আপনার জীবনে ঘটে যাওয়া খারাপ অভিজ্ঞতা বা ট্র্যাজেডিকে অভিশাপ দেবেন না। মনে রাখবেন, সবকিছু সর্বশক্তিমান দ্বারা ডিজাইন করা হয়েছে যাতে আপনি জীবনের পাঠ শিখতে পারেন এবং সহজেই এগিয়ে যেতে পারেন। আপনি যা করতে পারেন তা হল এটিকে আলিঙ্গন করা এবং এটিকে ভালভাবে ব্যবহার করা। তিনি শুধুমাত্র আপনার জন্য সেরাটি চান।
চার. আপনি কতটা প্রলুব্ধ হন তা বড় বিষয় নয়, আপনি যা দেখেন তার ভিত্তিতে নিজের উপসংহারটি তৈরি করবেন না। কেন? কারণ আপনি যদি কারও অবস্থার মধ্য দিয়ে না গিয়ে থাকেন তাহলে আপনি কখনই তার আসল পরিস্থিতি জানতে পারবেন না। মনে রাখবেন, অজ্ঞ লোক কেবল তার চোখ দিয়ে দেখে। কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তি তার মন ও অন্তর দিয়ে দেখে!
পাঁচ.পরাক্রমশালী। আমাদের অস্থির হৃদয়কে শান্ত করুন এবং শান্তি ও স্বস্তির রাজত্ব ফিরিয়ে দিন আবারও। আমাদের চারপাশে এত হৈচৈ ও বিভ্রান্তি রয়েছে যে তাতে বিক্ষিপ্তচিত্ত হওয়া ও ফোকাস হারানো সহজ। অনেক অকাজের জিনিস আমাদের মনোযোগ নিতে চায়। আমাদের পথ দেখান। আমাদের বিশ্বাসে দৃঢ় রাখুন; সব সময় আমাদের আপনার কাছাকাছি রাখুন! আমিন।
দ্রষ্টব্যঃ
অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে। যারা নিজেদের নামাযে বিনয়-নম্র। যারা অসার ক্রিয়া-কলাপ হতে বিরত থাকে। যারা যাকাত দানে সক্রিয় । যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী। আর যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। আর যারা নিজেদের নামাযে যত্নবান থাকে। তারাই হবে উত্তরাধিকারী। উত্তরাধিকারী হবে ফিরদাউসের; যাতে তারা চিরস্থায়ী হবে। (সূরা মুমিনুন: ১-১১)
জীবনমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদিগকে তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। (সেদিন) যাকে অগ্নি হতে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সে-ই সফলকাম। পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। (সূরা আলে ইমরান: ১৮৫)
আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে আর সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে; আর সকল কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারে। (সুরা হজ: ৪১)
* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি
