আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ৭ জুলাই, শুক্রবার থেকে শুরু হয়েছে In Search of Roots (শেকড়ের সন্ধানে) শীর্ষক দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। এটি সহপাঠী নারীদের সংগঠন Colours এর ১০ম প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম এবং বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন। অনুষ্ঠিতব্য ‘শেকড়ের সন্ধানে’ শীর্ষক প্রদর্শনী নিয়ে সংগঠনের ভাষ্য হচ্ছে- ‘মুক্তিযুদ্ধ আমাদের সবার জীবনে গভীর এক তাৎপর্য বহন করে, অনুপ্রেরণা ও সৃজনশীলতার উৎস হিসেবে কাজ করে। আমাদের আত্ম-অন্বেষণ ও আত্মদর্শনের যাত্রায় বাংলার জনমানুষের এই অপরিমেয় ত্যাগ ও সংগ্রাম থেকে আমরা সতত পথনির্দেশনা পাই।’
শেকড়ের সন্ধানে প্রদর্শনীর শিল্পকর্মগুলতে উক্ত ভাবনাগুলোকে শৈল্পিক বুননে ফুটিয়ে তুলেছেন অংশগ্রহণকারী শিল্পীরা, বিশেষত মুক্তিযুদ্ধের সময় এই জনপদের নারীদের শক্তি এবং সংগ্রামের চিত্র তুলে ধরেছেন তারা। তাদের শিল্পকর্মগুলো সেই দুর্যোগপূর্ণ সময়ে অকুতোভয় নারীদের পরিস্থিতি ও তার বিপরীতে তাদের সংগ্রামের এক অন্তরিক চিত্রায়ণ, যা ঐ নারীদের প্রতি Colours-এর সদস্যদের আন্তরিক শ্রদ্ধা নিবেদনও বটে।
প্রদর্শনীতে Colours এর যে সদস্যরা অংশ নিচ্ছেন তারা হচ্ছেন- ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, মনিরা সুলতানা মুক্তা, মরজিয়া বেগম, মুক্তি ভৌমিক, রেবেকা সুলতানা, রেফাত জাহান কান্তা, রেহানা ইয়াসমিন ও শায়লা আক্তার।
আয়োজক সংগঠনের সকল সদস্য নারী, যাদের কারো জন্ম মুক্তিযুদ্ধের ঠিক আগে, কারো মুক্তিযুদ্ধ চলাকালে, কারো সদ্য স্বাধীন দেশে। ফলে এ প্রদর্শনী মুক্তিযুদ্ধ বিষয়ক কোন বয়ান নয়, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অনুসন্ধানের এক প্রকাশ। যে কোন জাতীর মুক্তিযুদ্ধ এক অনিঃশেষ প্রেরণা সেই জাতির জন্য। সেখানে মুক্তিযুদ্ধের সমান বয়সী শিল্পীরা, যারা নারী। তারা কি দেখছেন কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে শিল্প আলোচনায়।
সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীটি খোলা থাকবে সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রদর্শনী চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
ছবিঃ আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা