রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ শনাক্তের পর শিগগিরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমকে এসব বলেন তিনি। আসাদুজ্জামান জানান, যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হবে না, সেগুলো কিছুদিন রেখে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
ঢামেক পরিচালক বলেন, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। তাদের সবাইকে অগ্নিকাণ্ডের পর হাসপাতালে আনা হয়। মরদেহগুলো আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে শনাক্ত করাটা খুব কঠিন। এখন পর্যন্ত ১০ জন দাবি করেছেন, তারা তাদের আত্মীয়-স্বজনকে শনাক্ত করতে পেরেছে। তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাচ্ছেন না।
তিনি জানান, সব মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব মরদেহ দাবি করা হয়েছে, শনাক্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যেসব মরদেহ দাবি করা হয়নি, সেগুলো কয়েক দিন সংরক্ষণ করে পরে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত করতে পুলিশ সহযোগিতা করছে। যেসব মরদেহ দাবি করা হয়েছে, প্রশাসনিক সহায়তায় তা যত দ্রুত সম্ভব পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে মিরপুরের রূপনগর এলাকায় চারতলা আনোয়ার ফ্যাশন গার্মেন্টস কারখানা ও পাশের টিনশেড রাসায়নিক গুদামে আগুন লাগে। স্থানীয়রা জানান, আগুনটি কারখানার নিচতলা থেকে ছড়িয়ে পড়ে রাসায়নিক গুদামে পৌঁছায়, যেখানে থাকা দাহ্য পদার্থে একাধিক বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই চারতলা ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরপর তাদের সঙ্গে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করেন। ইউএনবি