‘মিয়া সাহেবের যত সম্পদ’

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

মিয়া সাহেবের যত সম্পদ – ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে মানবজমিন। তারা লিখেছে,”বাড়ির পর বাড়ি। জমি এবং ফ্ল্যাটের সারি। কী নেই সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপি’র সাবেক এই কমিশনার।”

মানবজমিনের অনুসন্ধানে তথ্য-প্রমাণ মিলেছে আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের। অনেক সম্পদের নথিও এসেছে পত্রিকাটির হাতে। খবরে বলা হয়েছে, সিভিল সার্ভিস ক্যাডারের ৮৫ ব্যাচের পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। সম্পদের বিষয়ে জানতে একাধিকবার তাকে ফোন দিলেও তার বক্তব্য পায়নি পত্রিকাটি।

Benazir wrote to boat club – দ্য ডেইলি স্টারের এই খবরটিতে বলা হচ্ছে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ সম্প্রতি বোট ক্লাবের কাছে চিঠি লিখে জানিয়েছেন, তিনি এ মূহুর্তে দেশের বাইরে আছেন এবং সেকারণে ‘এই সাময়িক অনুপস্থিতিতে’ প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন করা সম্ভব নয়।

দুর্নীতি দমন কমিশন যখন তার ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত করছে সেসময় তার অবস্থান নিয়ে প্রায় মাসব্যাপী ধোঁয়াশার পর গত ১৩ই জুন ইমেইলে নিজের অবস্থান নিশ্চিত করেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। তবে তিনি কোন দেশে আছেন তা উল্লেখ করেন নি।

শত্রু আক্রমণ করলে জবাব দিতে প্রস্তুত: সেনাপ্রধান। সেন্টমার্টিন পরিস্থিতি নিয়ে দেশ রুপান্তর পত্রিকার বেশ কয়েকটি শিরোনামের এটি একটি। খবরে বলা হচ্ছে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, “আমাদের দেশে যদি বহির্শত্রু আক্রমণ করে সেটাকে আমরা প্রতিহত করব। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি। বর্ডার ভায়োলেসন হচ্ছে তার জন্য বর্ডারগার্ড, কোস্ট গার্ড আছে, তারা বিষয়টি তদারকি করছে। এর চেয়ে লেভেল অন্যদিকে গেলে সমুচিত ব্যবস্থা আমরা নেব।”

শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এ কথা বলেন।

এ প্রসঙ্গেই তাদের আরেকটি শিরোনাম বিজিবি পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। এতে বলা হয় মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে কয়েক মাস ধরে সংঘর্ষ চলছে। সীমান্ত এলাকায় ওই সংঘর্ষ চলাকালে ওপারে ছোড়া গুলি বাংলাদেশে চলাচলরত নৌযানে এসে লাগছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে পুরো সেন্টমার্টিন ও টেকনাফ এলাকায়।

এই পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের রেঞ্জ ডিআইজি ও আরও কয়েকটি ইউনিটকে। এতে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) সতর্ক আছে বলে পুলিশের একটি সূত্র জানায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য আক্রান্ত হলে জবাব দেওয়া হবে – এটিও আছে শিরোনামে।

আর এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সেন্টমার্টিন নিয়ে সরকারের নীরবতা দাসসুলভ – এটাকে শিরোনাম করেছে নয়া দিগন্ত। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে সঙ্কট চলছে। সেখানে আতঙ্ক বিরাজ করছে।

“কী দুঃখজনক এটি! কত ব্যর্থতা এই সরকারের যে আমার নিজেদের দ্বীপে যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই অন্যদেশ থেকে গুলি করা হচ্ছে, মেরেও ফেলা হচ্ছে। অথচ এখন পর্যন্ত সরকার কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি।”

পবিত্র ঈদুল আজহা কাল – ইত্তেফাকের শিরোনাম।এ খবরে বলা হয়েছে, প্রবৃত্তির দাসত্ব, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবারও এসেছে কোরবানির ঈদ। মহান আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামীকাল সোমবার।

পথে শেষ মূহুর্তে জনস্রোত – কালের কন্ঠের খবর। পত্রিকাটি লিখেছে পরিবারের সদস্যসহ স্বজনদের সঙ্গে ঈদ করতে যেসব ঢাকাবাসী গ্রাম বা মফস্বলে যায় তাদের বেশির ভাগই গন্তব্যে পৌঁছে গেছে। কিন্তু গতকাল শনিবার ছিল আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রার শেষ দিন। এদিনও রাজধানী থেকে অনেকেই নাড়ির টানে ছুটেছে ঘরের পানে। মহাসড়ক, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চঘাটে বাড়ির পথে ছোটার শেষ পর্যায়ের তাড়া দেখা গেছে কাল।

গতকাল বেশির ভাগ মহাসড়ক ছিল তীব্র যানজটমুক্ত। তবে কোথাও কোথাও অতিরিক্ত যানবাহনের চাপ ও বিশৃঙ্খলার কারণে নানা মাত্রায় ধীরগতি লক্ষ্য করা গেছে। বরাবরের মতো বহু পণ্যবাহী যানে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। পশু নিয়ে যেসব ট্রাক ঢাকায় এসেছিল সেগুলো ফিরেছে যাত্রী নিয়ে।

Tale of toll plazas: Traffic smotth on Padma, tailback on Jamuna – ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম এটি। এতে বলা হয় ঈদুল আজহায় মানুষের বাড়ি ফেরার ব্যস্ততার মাঝে, রাজধানী থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে বের হবার দুটি প্রধান পয়েন্ট যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতুতে গতকাল দেখা যায় দুই ভিন্ন রকম চিত্র।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেখানে দুর্ঘটনা ও টোল সংগ্রহে বিলম্ব হওয়ায় প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ ট্র্যাফিক জ্যাম দেখা যায়, সেখানে পদ্মা সেতুতে যানবাহন চলাচল ছিল একেবারে ঝামেলাবিহীন ও স্বাভাবিক। এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা ব্রিজের মাওয়া প্রান্তের টোল প্লাজায় প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।

শেষ দিনের অপেক্ষা – রাজধানীর কোরবানির হাট নিয়ে সমকাল এমন শিরোনাম করেছে। বলা হচ্ছে শেষ মূহুর্তে রাজধানীর পশুর হাটগুলোতে বিক্রি বেশ জমে উঠেছে। বিপুল সংখ্যক ক্রেতা হাটে জড়ো হচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন আশানুরুপ দাম মিলছে না। পশুর চাহিদা কম; বিশেষ করে বড় গরু কম বিক্রি হচ্ছে।

এবার মাঝারি গরুর চাহিদা বেশি। এক থেকে তিন লাখ টাকার মধ্যে দাম থাকা গরু বেশি বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি। ইজারাদাররা বলছেন প্রত্যাশা অনুযায়ী পশু বিক্রি তারা দেখছেন না, তবে আজ শেষ দিনে বিক্রির দিকে তারা তাকিয়ে আছেন।

এটিএম বুথে টাকার সংকট, দেশজুড়ে গ্রাহক ভোগান্তি – বণিক বার্তার প্রধান শিরোনাম এটি। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে টানা পাঁচদিন বন্ধ থাকছে ব্যাংক। এর মধ্যেই দেশজুড়ে এটিএম বুথে নগদ টাকার সংকট শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার বেশির ভাগ বুথে টাকা পাওয়া যায়নি। টাকা তুলতে না পারায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুথে গিয়ে টাকা না পাওয়ার সবচেয়ে বেশি অভিযোগ আসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্ষেত্রে। ডাচ্-বাংলা ব্যাংকসহ বড় ও বিস্তৃত নেটওয়ার্কের ব্যাংকগুলোর অনেক এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। একই ধরনের অভিযোগ আসছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলোর ক্ষেত্রেও। বাড়তি চাপের কারণে দেশের বেশির ভাগ ব্যাংক নিজেদের গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ রেখেছে বলে জানা গেছে।

আগামীকাল দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে রবি, সোম ও মঙ্গলবার সরকারি ছুটি। এর আগে শুক্র ও শনিবার হওয়ায় ব্যাংক বন্ধের সময় বেড়ে দাঁড়িয়েছে পাঁচদিনে।

ভাই-বোন, শ্যালক-শ্যালিকাকে পাঠানো প্রবাসী আয়েও কর – প্রথম আলোর অন্যতম শিরোনাম আজ। বিস্তারিত হল, নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে ও মা-বাবা ছাড়া আর কেউ কোনো উপহার দিলে তার ওপর কর বসবে। এমনকি নগদ অর্থ দিলেও কর আরোপ হবে। উপহার পেলে বছর শেষে আয়কর রিটার্নে করদাতাকে তা দেখাতে হবে। এমনকি উপহারদাতাকেও তাঁর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে। প্রবাসী আয় বা রেমিট্যান্স উপহার হিসেবে এলে তা-ও করের আওতায় পড়বে।

ধরুন, কারও ভাই কানাডা থেকে পরিবারের সদস্যদের জন্য জামাকাপড়সহ অন্যান্য উপহার কিনতে ৫০০ ডলার পাঠালেন। ব্যাংক হিসাবে এই অর্থ এল। কিন্তু এই ‘উপহার’ নিতে প্রাপককে মূল্য দিতে হবে। কারণ, এই অর্থ তাঁর আয় হিসেবে বিবেচিত হবে, এর ওপর কর দিতে হবে। এই করহার সর্বোচ্চ ৩০ শতাংশ।

তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত, ডুবেছে ফসলি জমি – দৈনিক সংবাদের শিরোনাম এটি। খবরে বলা হয় উজানের অব্যাহত ঢল ও ভারী বৃষ্টিপাতে বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি। দেখা দিয়েছে বন্যা। পানি প্রবেশ করছে তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে। এতে তিস্তার চরের বেশ কিছু ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে ফসলি জমি। এদিকে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ। – বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *