মিথ্যা আশা ও শূন্য প্রতিশ্রুতি দেবেন না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. মিথ্যা আশা এবং শূন্য প্রতিশ্রুতি দেবেন না, এটি জেনে যে আপনি সেগুলি রাখবেন না। এটি করাটা ভুল। মনে রাখবেন, আপনি যা করবেন তার জন্য আপনাকে স্মরণ করা হবে; আপনি যা বলবেন তা নয়।

দুই. সত্যবাদী হোন। আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, কখনো মিথ্যা বলবেন না। সত্যকে আঁকড়ে ধরুন। সর্বশক্তিমানের কাছে আপনার জিহ্বাকে মিথ্যা থেকে পরিশুদ্ধ রাখতে মুনাজাত করুন। আপনি দেখে অবাক হবেন যে কিভাবে আপনার জীবন বদলে যাচ্ছে।

তিন. যখন সময়গুলো সত্যই কঠিন হয়, তখন নিঃসঙ্গতা অনুভব হওয়া স্বাভাবিক। আপনার মনে হবে নিজের দুঃখ ভাগ করার মতো কেউ নেই। তবে জেনে রাখুন আপনি যেখানেই থাকুন না কেন, সর্বশক্তিমান তা জানেন।

চার. আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা বিচার্য নয়, একদিন এর সবকিছু ভেসে উঠবে। অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছে সে সম্পর্কে আপনি খুব কমই দেখবেন। কেবল সর্বশক্তিমানের সন্তুষ্টির বিষয়টি হবে মূল।

পূনশ্চঃ

এক. আমরা সবাই মাঝে মাঝে ব্যর্থতার অনুভব করেছি। তবে সেই অনুভূতিতে ডুবে যাবেন না। মনে রাখবেন, আপনি যে যুদ্ধগুলো জিতেছেন, যে বাধাগুলো আপনি কাটিয়ে উঠেছেন, যে পরীক্ষাগুলো আপনি অতিক্রম করেছেন। এটি এ জন্যই যে সর্বশক্তিমান প্রতিজ্ঞা করেছিলেন কোন কিছুই স্থায়ী হবে না। আশা বাঁচিয়ে রাখুন এবং চলা অব্যাহত রাখুন। তিনি সর্বদা আপনার উপর নজর রাখছেন।

দুই. সর্বশক্তিমান আপনাকে অপেক্ষা করাচ্ছেন সম্ভবত এই কারণে যে আপনি যত বেশি অপেক্ষা করবেন, আর আপনি যা পেতে যাচ্ছেন তার জন্য আপনি তত বেশি প্রশংসা করবেন। হয়তো তিনি চান না যে আপনি অকৃতজ্ঞ হন। তিনি চান যে তিনি আপনাকে যে উপহারগুলি পাঠাতে চলেছেন আপনি তার মূল্য দিন এবং তিনি তা তখনই করবেন যখন তিনি জানেন যে আপনি এখন প্রস্তুত।

তিন. আপনার সমস্যা নিয়ে রাগ করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, জীবন হচ্ছে পরীক্ষার একটি সিরিজ। এর পরিবর্তে, সমাধান খুঁজতে সেই শক্তি ব্যবহার করুন। তাঁর নির্দেশনার জন্য প্রার্থনা করুন। তিনি আপনার জন্য একটি উপায় খুঁজে বের করবেন।

চার. আপনার যদি বলার মতো ভাল কিছু না থাকে তবে চুপ করে থাকুন। প্রতিবার কথা বলার জন্য মুখ খুলে, আপনি অন্যকে আপনার মনের অবস্থা এবং আপনার অন্তরে কী আছে তা জানতে দিচ্ছেন। যদি আপনার অন্তর তিক্ততায় ভরে যায় তবে তা আপনার কথায় প্রকাশিত হবে। আপনার ভিতরে কী চলছে সে সম্পর্কে সচেতন হন!

পাঁচ. বিশ্বাস একটি সুন্দর বিষয়। এটিকে সাথে নিয়ে চলার জন্য আপনাকে পুরো পথটিই দেখতে হবে এমন না। আপনার যাত্রায় সময় নিন। সর্বশক্তিমান আপনাকে যা দিয়েছেন, তার সমস্ত প্রশংসা করুন। চলতে থাকুন সেটি যদি শিশুর পদক্ষেপের মতো ধীরও হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিক হতে হবে। আপনি অবশেষে গন্তব্য সেখানে পাবেন!

ছয়: যে পাপগুলো দৃশ্যমান নয় সেগুলো থেকে সাবধান থাকুন। বিপজ্জনক হলো এটি আপনার হৃদয়কে অন্ধকার করে দেয় অথচ অন্যরা তা দেখেও না অথবা জানেও না। এটি আপনার ঈমানকে ভেতর থেকে দুর্বল করে ফেলে।

সাত. আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ি অথচ আগামীকাল অবধি বেঁচে থাকব কি না তাও জানি না। আমাদের আখিরাতের প্রস্তুতির সত্যিকার কি অবস্থা? এটি কি পরিকল্পনার যোগ্য নয়?

আট. আমরা চেষ্টা করি এবং পার্থিব বিষয়গুলো নিয়ে গর্ব করি। অথচ যখন আমাদের পরবর্তী জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আসে তখন সেটাকে আমরা গুরুত্ব দেই না।

নয়: শয়তানের প্ররোচনায় পড়া সহজ তবে তা থেকে বের হওয়া খুব কঠিন। সুতরাং সর্বশক্তিমানের সাহায্য পেতে শিখুন এবং তাঁকে আপনার হৃদয় পূরণ করতে দিন।

দ্রষ্টব্য:

আশাবাদী হোন, ভরসা রাখুন আল্লাহর ওপর

তোমাদের পালনকর্তা বলেন, “তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব”।’ (সূরা মুমিন: ৬০)

তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই। (সূরা আলে ইমরান: ১৩৯)

তিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং তিনি বিপদ-আপদ দূর করে দেন। (সূরা নামল: ৬২)

ধৈর্যের সঙ্গে, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। অবশ্য তা কঠিন; শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।’ (সূরা বাকারা: ৪৫)

আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে তিনিই যথেষ্ট। (সূরা তালাক: ২-৩)

আল্লাহ বললেন, আমার শাস্তি যাকে ইচ্ছা দিয়ে থাকি, আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। সুতরাং আমি তা (দয়া) তাদের জন্য নির্ধারিত করব যারা সাবধান হয়, যাকাত দেয় ও আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে। (সূরা আরাফ: ১৫৬)

যা তোমার পালনকর্তা বলেন, তাই হচ্ছে যথার্থ সত্য। কাজেই তোমরা সংশয়বাদী হইও না। (সূরা আলে ইমরান: ৬০)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *