মার্কিন আন্ডার সেক্রেটারি এ মাসের মাঝামাঝি ঢাকা সফর করবেন

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফর করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ কয়েক জন কর্মকর্তা প্রতিনিধি দলে থাকতে পারেন।

সূত্র জানায়, এই প্রতিনিধি দল গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সর্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তা, সর্বোপরি আসন্ন নির্বাচন নিয়ে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা করবেন। তারা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। উজরা জেয়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে যেতে পারেন। তবে এ সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে চলতি মাসের তৃতীয় সপ্তাহ বা কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ফার্নান্দেজের সফরের কথা রয়েছে। তিনি ঢাকা সফরের সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *