মানবিক কারণে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছে জর্ডান। ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট দিয়েছেন ১৪ সদস্য। অপরদিকে ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিলেন।

যে চৌদ্দ সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন তারা হলেন অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেকিয়া, ফিজি, গুয়াতেমালা, হাঙ্গেরি, ইসরায়েল, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে, টোঙ্গা ও মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভোটদানে বিরত থাকে।

ওই প্রস্তাবে কানাডা একটি সংশোধন এনে হামাসের নিন্দা করার কথা জুড়তে চেয়েছিল। তাতে আমেরিকা সহ ৩৫টি দেশ সমর্থন করলেও তা দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় গৃহীত হয়নি।

সাধারণ পরিষদে তোলা ওই প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিক মানুষের বিরুদ্ধে ‘সন্ত্রাস ও নির্বিচার হামলাসহ’ সব সহিংস কর্মকাণ্ডের নিন্দাও জানানো হয়। একই সঙ্গে বেসামরিক লোকজনের সুরক্ষা ও বাধাহীন ত্রাণসহায়তার আহ্বান জানানো হয়।

গৃহীত প্রস্তাবে চলমান সংঘাতের সময় জিম্মি বেসামরিক ব্যক্তিদের ‘অবিলম্বে ও নিঃশর্ত’ মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের নিরাপত্তা, সুস্থতা এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বানও জানানো হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে উপত্যকাটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে বিদ্যুৎ, পানি, খাবার, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম মানবিক সংকটে রয়েছেন সেখানকার বাসিন্দারা। প্রয়োজনের তুলনায় খুবই সামান্য ত্রাণসহায়তা পাচ্ছেন তাঁরা।

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর দিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এদিকে আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল মার্টিন জাতিসংঘের ভোটের পর একটি বিবৃতি প্রদান করেছেন। মার্টিন বলেছেন, আজ রাতে আয়ারল্যান্ড ইসরায়েল এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সঙ্কটের বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবকে সমর্থন করেছে। গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক পরিস্থিতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ়ভাবে কথা বলতে হবে। রেজোলিউশনটি মানবিক সহায়তার জন্য জরুরী প্রয়োজনের উপর জোর দেয় যা গাজার বেসামরিক লোকদের খুব প্রয়োজন। সুত্র: বিবিসি, দ্যা ন্যাশনাল স্কট ও ইউএন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *