মানবাধিকার শেখানো মানুষেরাই গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সারা বিশ্বে মানবাধিকারের বিষয়ে শেখানো মানুষেরাই ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে আছে।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’ এ অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমদ বলেন, পশ্চিমাদের মানবাধিকার বিষয়ক ধারণা গাজায় এসে কাজ করছে না। এমনটা নয় যে, তারা গাজায় বিশ্বাসঘাতকতা করছে; বরং তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তারা মানবাধিকার লঙ্ঘন করতেও কুণ্ঠাবোধ করে না।

মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. মাজলি বিন মালিক বলেন, গাজায় যা ঘটছে, তা নি:সন্দেহে মানবাধিকার লঙ্ঘন। অথচ যারা মানবাধিকারের বিষয়ে বারবার পৃথিবীকে বার্তা দেয়, গাজাকে তারা যেন দেখতেই পাচ্ছে না।

গাজার বিষয়ে শক্তিশালী দেশগুলোর নীরবতা আধুনিক পৃথিবীর অন্ধকার দিক বলেও মত দেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাফি মো. মোস্তফার সঞ্চালনায় ‘মডারনিটি অ্যান্ড রিলিজিয়ন: ইন্টারেকশন অ্যান্ড কন্টেস্টেশন’ শীর্ষক আলোচনায় আরও অংশ নেন লাহোর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মারইয়াম ওয়াসিফ খান, আরিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. ইয়াসমিন সাইকিয়া, কোরিয়ার কিয়ন হি ইউনিভার্সিটির অধ্যাপক ড. অ্যালেক্স গুয়াং লি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েদ নিজার। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *