বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। এটি মানুষের কথা নয় বরং বিশ্ব মানবতার জন্য আদর্শ হিসেবে স্বয়ং আল্লাহ তায়ালাই তাঁকে এ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য অনুসরণীয়। মহানবী (সা.) এর অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিও আমাদের জন্য এক অনন্য অতুলনীয় আদর্শ।
শুক্রবার নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে মাহে রবিউল আউয়াল উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) আয়োজিত নাতে রাসুল (সা.), কেরাত, ক্যালিগ্রাফি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহে রবিউল আউয়াল উদযাপন উপকমিটির আহবায়ক অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের দ্বায়ী সাঈদ নূরুজ্জামান আল মাদানী।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সীরাত উদযাপন উপকমিটির সদস্য সচিব প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেমুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ডীন প্রফেসর ড. মাহবুবে এলাহী, কেমুসাসের কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কবি বাছিত ইবনে হাবীব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী, নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ এইচ সোলায়মান, মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক যুন্নুরাইন চৌধুরী, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, সিলেট সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আহনাফ তাসনিম। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী সুজাউল কবির শামীম, আবু হানিফ তারেক, তাজওয়ার আলম ও সাফা মারওয়া। আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় এগারটি গ্রুপে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।