মতভেদ গ্রহণযোগ্য, কারো প্রতি মর্যাদাহীন হওয়া নয় : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান। ভাঙ্গা হৃদয় নিরাময়ে যারা সাহসী হয়ে সামনে দাঁড়ায় এবং যারা তাদের ব্যথা প্রকাশ করতে পারে না। যারা নিপীড়িত ও যন্ত্রণা ভোগ করতে করতে ক্লান্ত। আর যাদের একটি বিরতি প্রয়োজন, তাদের দুঃখের অবসান ঘটান এবং তাদের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনুন। আমীন।

দুই. আপনি যদি একমত না হন তবে এর অর্থ এই নয় যে আপনাকে তার প্রতি সম্মানহীন হতে হবে। মতভেদ গ্রহণযোগ্য। কারো প্রতি মর্যাদাহীন হওয়া নয়। আপনি যখন দ্বিমত পোষণ করেন, তখনও বিভিন্ন দৃষ্টিকোণ পোষণের অবকাশ রয়েছে। তবে একবার আপনি যদি কাউকে অসম্মানিত করেন তবে তার মাধ্যমে আপনি নিজের ধারণাকে পিষ্ট করছেন এবং অন্য সবাইকে আঘাত করছেন।

পূনশ্চঃ

এক. অহংকার থেকে সাবধান। এটি আপনাকে ধ্বংস করতে পারে, আপনাকে ঔদ্ধত্বপূর্ণ করে তুলতে পারে এবং আপনার মধ্যে ভুলগুলিকে ধরে রাখতে পারে। আপনাকে স্থবির করতে পারে এবং যুক্তি শুনতে আপনি অস্বীকার করতে পারেন। এমন ফাঁদে পা দেবেন না।

দুই. সর্বশক্তিমান। সঞ্চয়ের পাত্র ফুটো হওয়া থেকে আমাদের রক্ষা করুন; যারা ভালো কাজ করার পরই আবার খারাপ কাজে লিপ্ত হয় তাদের এমনটাই হয়। আমরা যেন তাদের মধ্যে না থাকি যারা নামায, রোজা ও দান-খয়রাত করে কিন্তু চোখের পলক না ফেলে অভিশাপ দেয়, গালমন্দ করে, পরচর্চা করে এবং ব্যাকবাইট করে। মহপ্রভু,আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকতে সাহায্য করুন।

তিন. আপনাকে যা বলা হয়েছে সাথে সাথে তার প্রতিক্রিয়া জানানো বন্ধ করুন। যা বলা হয়েছে তা শুনুন এবং এর কোন প্রতিক্রিয়া জানানো প্রয়োজন কিনা তা দেখতে এর কারণ সন্ধান করুন৷ যদি এটি করে প্রতিক্রিয়া জানানোর যুক্তি দেখেন তাহলে সাড়া দিন। যদি তা না হয় তাহলে সেটাকে যেতে দিন এবং এগিয়ে যান। আপনি নিজেকে অনেক ঝামেলা থেকে বাঁচাবেন।

চার. বাস্তবতা হল কিছু লোক আপনাকে ঘৃণা করবে, এর কারণ শুধুমাত্র তারাই জানে। তারা আপনার সম্পর্কে গুজব ও গল্প ছড়াতে দ্বিধা করবে না। এটা সর্বশক্তিমানের কাছ থেকে একটি পরীক্ষা। প্রতিশোধ নেবেন না। আপনার নিজের জন্যই নিজেকে ভাল কথা বলতে দিন।

পাঁচ. আপনি যখন কোন কিছুতে ব্যর্থ হন, সেটি সর্বশক্তিমানেরই একটি পরীক্ষা। এটি আপনাকে থামিয়ে দেবে এমনটা হওয়া কোনভাবে উচিত নয়। আপনি যদি সফল না হন তবে আবার চেষ্টা করুন। সবচেয়ে বড় ভুলটি হলো হাল ছেড়ে দেওয়া। আপনি কতটা চেষ্টা করছেন, আপনি সত্যিই এটি কতটা সিরিয়াসভাবে চেয়েছেন তা দেখার জন্য তিনি নজর রাখছেন। প্রতিটি প্রতিবন্ধকতার জন্য সমাধান রয়েছে। এটা সেখানেই রেখে দিন।

দ্রষ্টব্যঃ

নিশ্চয়ই যারা আমাদের আয়াত সমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকারবশে মুখ ফিরিয়ে থাকে, তাদের জন্য আকাশের দুয়ার সমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না ছুঁচের ছিদ্রপথে উষ্ট্র প্রবেশ করে। এভাবেই আমরা পাপীদের বদলা দিয়ে থাকি’ (সূরা আ‘রাফ:৪০)

পরকালের (জান্নাতের) ঐ গৃহ আমরা তৈরী করেছি ঐসব লোকদের জন্য, যারা এ দুনিয়াতে উদ্ধত হয় না ও বিশৃংখলা সৃষ্টি করে না’ (সূরা ক্বাছাছ:৮৩)

দুর্ভোগ তাদের জন্য, যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।…অবশ্যই তারা হুতামাতে (জাহান্নামে) নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কী? তা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয় বেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে। (সূরা হুমাজা: ১-৯)।

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *