মতবিনিময় সভায় সিলেটের উন্নয়ন পরিকল্পনা ও প্রবাসীদের সমস্যা লাঘবে প্রাণান্ত প্রয়াসের কথা জানালেন মাওলানা হাবিবুর রহমান

প্রবাসী বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সিলেট-১ (নগর ও সদর) উন্নয়ন ফোরাম, ইউকের আয়োজনে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সাথে “প্রবাসী মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। এতে গ্রেট বৃটেনের বিভিন্ন শহর থেকে সিলেটের অধিবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
ভার্চুয়ালি আলোচনায় আরো অংশ নেন সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. নুরুল ইসলাম বাবুল।

সলিসিটর জহির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফখরুল আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে মাওলানা হাবিবুর রহমান ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তিনি উপস্থিত প্রবাসীদের সাথে সিলেটের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মতবিনিময় করেন। তিনি মাতৃভূমিতে প্রবাসীদের সম্পদের নিরাপত্তা, বিমান বন্দরে হয়রানি বন্ধ ও বিমান টিকেটের মূল্য বৈষম্য দূরীকরণ-সহ প্রবাসী সংশ্লিষ্ট সমস্যা লাঘবে বিশেষ ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে চালু হলে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট নামবে, ফলে টিকিটের উচ্চমূল্যের ভোগান্তি ও হয়রানি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে জড়িত গুরুত্বপূর্ণ প্রবাসী ব্যক্তিত্ব আগামী নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে বিশেস অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জাতীয় নির্বাচনে সসন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এবং সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি লেখক ও সংগঠক সিরাজুল ইসলাম শাহীন, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, মদন মোহন কলেজের সাবেক বার্ষিকী সম্পাদক সাবেক ছাত্রনেতা সিরাতুল আম্বিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *