ভেলেন্স পার্কে ‘ওয়ান বোরা ফেস্টিভ্যাল’ সাড়া জাগিয়েছে

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের ভেলেন্স পার্কে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ওয়ান বোরা ফেস্টিভ্যাল। দীর্ঘ কালের মধ্যে এবারের ফেস্টিভ্যাল নানা কারনে বেশ সাড়া জাগিয়েছে। ব্যক্তি ও সমষ্টিগত ব্যবসার প্রসারের ব্যবস্থা রাখায় আয়োজকেরা প্রত্যাশার বেশি প্রশংসা পেয়েছেন।

সামার ফেস্টিভ্যালের দিনটি ছিল আলো ঝলমল। উজ্জ্বল দিনে ছোট-বড় সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল বিপুল এবং উৎসব মুখর। বিভিন্ন কার্যক্রমে জনতার সাথে সবর ও সক্রিয় ছিলেন মেয়র কাউন্সিলার মঈন কাদরী।

শনিবার (২৭ জুলাই ২০২৪) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লোকে লোকারণ্য ফেস্টিভ্যালে প্রধান আকর্ষণ ছিলেন বেশ কিছু ‘হ্যাপি ফ্যামিলি’। তারা ছেলে-মেয়ে ও নাতি-নাতনি-সহ সমবেত ভাবে ঘুরে বেড়িয়েছেন আনন্দঘন পরিবেশে। খাবারের স্টল, শিশুদের খেলার রাইড এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠান সবখানে তারা নজর কেড়েছেন।

ডেগেনহামের সীমানা ছাড়িয়ে আমাদের রেডব্রিজ কাউন্সিলের বহু মানুষও অংশ নিয়েছেন এই মেলায়। সবুজে ঘেরা ভেলেন্স পার্কে প্রাকৃতিক সৌন্দর্য এবং ভেলেন্স হাউজের মিউজিয়াম ছিল বাড়তি আকর্ষণ। ভরদুপুরে রৌদ্র উত্তাপের কারণে নিরবচ্ছিন্ন সময় কাটানোর সুবিধা নিয়েছেন কেউ কেউ। নীল জলের এক অপরূপ লেক আছে সেখানে।

মেয়র কাউন্সিলার মঈন কাদরী বললেন, কমিউনিটির জন্য গ্রীষ্মের অনুভূতি এবং উত্সবে পরিবারের অনুভূতিতে নান্দনিকতা ছড়িয়েছে লাইভ মিউজিক, তরুণদের পারফরম্যান্স, ফ্যামিলি শো, ক্লাসিক কার ইত্যাদি।

মেলায় আরও অনেক কিছু অন্তর্ভুক্ত ছিল। ঢোল, টেলর সুইফট, ক্লাসিক গাড়ি, ট্রিবিউট এন্ড রক ‘এন’ রোল, প্যাডেল কার্টস, ডিনো ডিগ এন্ড ডিনো ক্রাফটস, দ্য ফ্রস্টি শো’র মতো গ্রীষ্মকালীন উৎসবে ইভেন্টগুলির স্বাদ শিশু-কিশোরদের মনে থাকবে।

টেবিল ভর্তি ছোট ছোট বাটিতে পনির, মুগলাই, চিকেন ফ্রাই, চিংড়ি মাছ আরো বত কি? শুধুই সালাদ নিচ্ছেন অনেকে। তবে খিচুড়ির স্বাদ অপূর্ব। এছাড়াও খাবারের মধ্যে ডিম বোনা, আলু টিক্কি, পনির ইত্যাদি দর্শকেরা ভালো পেয়েছেন বলেই মনে হল।

* সাঈদ চৌধুরী সময় সম্পাদক, কবি ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *