ভূ-স্বর্গ কাশ্মীরে চিত্রায়িত মুনাইম বিল্লাহ’র গান ‘দাস’

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক: সঙ্গীতশিল্পী মুনাইম বিল্লাহ গান করছেন দীর্ঘদিন থেকে। সম্প্রতি দেশের নাশিদ অঙ্গনের পরিচিত এ শিল্পীর নতুন গান প্রকাশ হয়েছে তারই ইউটিউব চ্যানেল ‘মুনাইম বিল্লাহ অফিসিয়াল’ এ। ‘দাস’ শিরোনামের এই গানটি চিত্রায়িত হয়েছে ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীরে।

‘আমি তোমারি দাস হয়ে আছি উদাস, তোমার দেখা পেতে, আমি তোমার গোলাম, আবারো হলাম তোমার প্রেমে মেতে’ এমনই কথামালায় গাণের বাণী লিখেছেন ও সুর করেছেন আবুল আলা মাসুম। দীর্ঘ সময় ধরে নির্মিত ও বহুল প্রতীক্ষিত এ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। গানটির সুপারভিশনে ছিলেন মাহফুজ বিল্লাহ শাহী। ভিডিও নির্মাণ করেছেন এইচ আল বান্না। পোস্ট প্রোডাকশন করেছেন এইচ আল হাদী।

‘দাস’ গানটি সম্পর্কে শিল্পী মুনাইম বিল্লাহ বলেন, “গানটির শিরোনাম কিংবা প্রথম দুই লাইন শুনলে যে কেউই ভাবতে পারেন, এটি সম্ভবত কাওয়ালি ধাঁচের আলোকে তৈরি কোন গান। তবে তা একদমই নয়। মূলত বান্দার সাথে আল্লাহর যে নিবিড় সম্পর্ক আছে তা উঠে এসেছে গানটির মাধ্যমে। গানটি গাইতে গিয়ে সম্পূর্ণ নতুনভাবে নিজেকে তৈরী করতে হয়েছে। একটি লম্বা সময় প্রশিক্ষণের পর গানটিতে কণ্ঠ দিয়েছি যা আমার বিগত সময় করা কাজগুলো থেকে সম্পুর্ণ নতুন অভিজ্ঞতা ছিল। আমরা জানি জীবন মৃত্যুর চেয়েও অনেক বড় সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব। রুহের জগত থেকে শুরু করে হাজার বছর ধরে মনিবকে দেখার আকুলতা নিয়ে অনন্ত জীবনের পথে আমাদের যাত্রা। দাসত্বের এই সত্যকে গভীর ভাবে উপলব্ধি, মনিবকে দেখার আকুতি নিয়ে মূলত গড়ে উঠেছে আমার এই ‘দাস’ গানটি।”

‘দাস’ গানটি প্রসঙ্গে শিল্পী মুনাইম বিল্লাহ আরও বলেন, আমাদের পুরো টিম দীর্ঘ সময় গানটির পেছনে কাজ করেছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন। লোকেশন হিসাবে এমন একটি জায়গাকে বেছে নেয়া হয়েছে এবং দিনের এমন একটি সময়কে আমরা ধারণ করতে সক্ষম হয়েছি যা গানটির প্রতি সুবিচার করতে পেরেছি বলেই আমার ধারণা। গোধুলী বেলায় কাশ্মীরের ডাল লেকের পানিতে সোনালী আলোরা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এ যেনো অপরূপ কাশ্মীরি রূপের এক অনন্য জলচ্ছবি। ‘দাস’ আমার গানগুলোর মাঝে একটি সোনার পালক। ‘দাস’ সবার হৃদয়কেই নাড়িয়ে দিবে বলে আমার বিশ্বাস।

দেখুন ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীরে চিত্রায়িত মুনাইম বিল্লাহ’র গান ‘দাস’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *