ভারতে স্বামী-স্ত্রীর পরস্পরের বিরুদ্ধে ৬০ মামলা, বিচারপতি হতবাক!

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ঘটনাটি ভারতের। সেখানে দাম্পত্য কলহের জেরে ৩০ বছর সংসার জীবন শেষে এক দম্পতি পাল্টাপাল্টি ৬০টি মামলা দায়ের করেছেন। পরস্পরের বিরুদ্ধে আদালতে এত সংখ্যক মামলা করে আলোচনায় তারা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৩০ বছর সংসারের পর বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে ১১ বছর হল। কিন্তু নিজেদের মধ্যে অশান্তি কমেনি। আজও কোনও কারণে মতবিরোধ হলেই আদালতে মামলা ঠুকে দেন তারা।

৪১ বছরে পরস্পরের বিরুদ্ধে যে ৬০টি মামলা দায়ের করেছেন তা চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ঘটনায় রীতিমতো হতবাক মামলার প্রধান বিচারক বিচারপতি এন ভি রামানা। তিনি বলেন, ‘কি করতে পারি! কিছু মানুষ ঝগড়া পছন্দ করেন। তারা আদালতেই সময় কাটাতে চান। আদালত দেখতে না পেলে যেন তাদের ঘুম হয় না। বিচারপতি কৃষ্ণা মুরারি ও হিমা কোহলিও এই বেঞ্চে ছিলেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের এই বিবাদ মেটাতে হবে। আর নির্দিষ্ট সময়েই তা শেষ করতে হবে। এর মধ্যে তারা নতুন কোনো মামলা দায়ের করতে পারবেন না। -এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *