ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দক্ষিণী ছবির বাজিমাৎ

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতের ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাজিমাত করেছে দক্ষিণী ছবি। বিচারকদের পছন্দে সেরা ছবি নির্বাচিত হয়েছে তামিল ভাষার ছবি ‘সুরারাই পোত্রু’। একই ছবির অভিনেত্রী অপর্ণা বালামুরালি সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। একজন স্বপ্নবাজ বৈমানিকের কাহিনি নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। যে গরীবদের সাধ্যের মধ্যে বিমানে ভ্রমণের সুযোগ করে দেয়।

যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ‘সুরারাই পোত্রু’ ছবির সুরিয়া এবং ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবির অজয় দেবগণ। এটি অজয়ের তৃতীয় এবং সুরিয়ার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মরণোত্তর সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মালয়ালম পরিচালক সচ্চিদানন্দ কে আর। ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’ ছবির জন্য এই বিশেষ সম্মান। একই ছবির জন্য সেরা সহ-অভিনেতা নির্বাচিত হয়েছেন বিজু মেনন। তামিল ছবি ‘শিবারানজানিয়াম ইনান সিলা পেঙ্গালাম’র জন্য লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলী পেয়েছেন সেরা সহ-অভিনেত্রীর তকমা। ছবিটি সেরা তামিল ছবি ও সেরা সম্পাদনা বিভাগেও পুরস্কার জিতেছে।

সেরা জনপ্রিয় ছবি ও সেরা কস্টিউম বিভাগেও পুরস্কার পেয়েছে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। সেরা হিন্দি ছবির তকমা পেয়েছে ‘জুনিয়র তুলসীদাস’। এ ছবির শিশু-অভিনেতা বরুণ বুদ্ধদেব বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছে। সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’। একই ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছেন সুপ্রতিম ভোল।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *