ভয়ঙ্কর ধ্বংসের মুখোমুখি ভাই-বোনদের রহম করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান। ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মুখোমুখি আমাদের ভাই ও বোনদের জন্য আপনার রহমত ও দয়া দান করুন। আপনার কাছে তাদের আশ্রয়,তাদের শক্তি এবং এই বিপদের সময়ে তাদের সাহায্যের জন্য আমরা প্রার্থনা করছি। আমরা তাদের নিরাপত্তা,মঙ্গল ও অটল সাহসের জন্য প্রার্থনা করছি। আমীন।

দুই. আপনি সুখের জন্য বিশ্ব অনুসন্ধান করতে পারেন কিন্তু সর্বশক্তিমান ইতিমধ্যে আপনাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আপনি এটি পাবেন না।

পূনশ্চঃ

এক. আপনি যতক্ষণ পাপ করার পরে অনুশোচনা অনুভব করেন ততক্ষণ পর্যন্ত আপনি নিঃশেষ হবেন না। যতক্ষণ আপনি ক্ষমা চাইছেন, সর্বশক্তিমান আপনাকে ক্ষমা করবেন। শয়তান আপনাকে বিরক্ত করবে এবং উপহাস করবে যে আপনি ক্ষমা পাওয়ার যোগ্য নন। এই ধরনের চিন্তা উপেক্ষা করুন। কখনই পরম ক্ষমাশীলের রহমতের ব্যাপারে সন্দেহ করবেন না!

দুই. বিপর্যয়ের প্রথম লক্ষণে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান তা হলো ধৈর্যের আসল পরীক্ষা। আপনি শান্ত এবং সংযত হতে পারেন অথবা হিস্ট্রিয়াগ্রস্ত ও ক্ষুব্ধ হতে পারেন। কোনটি হবেন তা ঠিক করবেন আপনি।

তিন. ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। এটাকে কখনও শাস্তি মনে করবেন না। এটি হতে পারে একটি সুরক্ষা। অবশেষে দরজাটি কখন খোলে তার জন্য এটি অবশ্যই একটি প্রস্তুতি। নির্ধারিত সময় আসার সাথে সাথে এটি ঘটবে। বিশ্বজগতের পালনকর্তা জানেন আপনি দিনরাত যা যা চেয়েছিলেন তা আপনাকে দেওয়ার কখন সেরা সময়!

চার. কখনও কখনও, সর্বশক্তিমান আপনাকে রক্ষা করার জন্য আপনাকে ধীর করে দেবেন। বিলম্ব মানে অস্বীকার নয়। আপনার সামনে এমন মন্দ রয়েছে যা আপনি দেখতে পাচ্ছেন না, তবে তিনি দেখেন। তাই সবসময় তাড়াহুড়া করবেন না। তাঁর সংকেতগুলি পাঠ করুন। আপনি চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবেন যে আপনি সর্বশক্তিমানের কাছে সমর্পনের পর কোনও বিষয়ে আর মাথা ঘামাননি। আস্তে আস্তে সব আসবে!

পাঁচ. মানুষের সাথে আপনার আচরণকে মেজাজ দিয়ে প্রভাবিত হতে দেবেন না। বেশিরভাগ মানুষ যা ঘটছে সে সম্পর্কে কোন সচেতনতা ছাড়াই তাদের আবেগ দ্বারা শাসিত হয় । তবে একবার আপনি আবেগের শক্তি উপলব্ধি করলে কেবল আপনার নিজের আবেগকে স্বীকার করে সেটিকে আরও ভালভাবে পরিচালনা করতে পারবেন।

ছয়. সর্বশক্তিমান। আমাদের এই মুহূর্তে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য শক্তি এবং সহনশীলতা দিন। অনেকে হতাশ হয়ে ঘোরাফেরা করছেন। আমরা জানি যে হাল ছেড়ে দেওয়া কোনও বিকল্প নয়। আমাদের অবিচল এবং বিশ্বাসে দৃঢ রাখুন। যা কিছুই ঘটুক না কেন, আমাদের হৃদয় সর্বদা আশায় পূর্ণ করুন। আমরা জানি আপনি আমাদের পিছনে রয়েছেন!

দ্রষ্টব্যঃ

(হে নবী) বলুন, ‘তোমাদের পিতা, পুত্র, ভ্রাতা, স্ত্রী ও আত্মীয়গণ, অর্জিত ধনরাশি এবং সেই ব্যবসা-বাণিজ্য তোমরা যার অচল হওয়ার ভয় কর এবং প্রিয় বাসস্থানসমূহ যদি তোমাদের নিকট আল্লাহ, তাঁর রসূল ও আল্লাহর রাস্তায় জিহাদ অপেক্ষা অধিকতর প্রিয় হয়, তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা কর। বস্তুতঃ আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।’ (সূরা আত তাওবা: ২৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *