“ব্রিটেনে ইসলামি শিক্ষা বিস্তারে উলামাদের করণীয়” শীর্ষক কনফারেন্স সাড়া জাগিয়েছে

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে কর্তৃক আয়োজিত “ব্রিটেনে ইসলামি শিক্ষা বিস্তারে উলামাদের করণীয়” শীর্ষক কনফারেন্স ব্যাপক সাড়া জাগিয়েছে। শীর্ষ মাশায়েখে কেরাম এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি ২০২৪) লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূইয়া। সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক সাহেদ ও মাওলানা জাবির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সালেহ আহমদ।

সভাপতির উদ্বোধনী বক্তব্যের পরে ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ নির্ধারিত বিষয়ে উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। “আদর্শ নাগরিক গঠনে ইসলামি শিক্ষকের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম। “আদর্শ শিক্ষকের গুণাবলী” সম্পর্কে আলোচনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম। “ব্রিটেনে ইসলামি শিক্ষা বিস্তারের পথ ও পদ্ধতি” সম্পর্কে আলোচনা করেন মাদানী গার্ল্স স্কুলের হাদীসের ওস্তাদ মাওলানা মাহফুজ আহমদ। “এইথিজম” নিয়ে বক্তব্য রাখেন মাওলানা শামস আদদুহা মোহাম্মদ। “বর্তমান প্রেক্ষাপঠে উলামাদের ঐক্যের প্রয়োজনীয়তা” নিয়ে আলোচনা করেন মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।

কনফারেন্সে বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন শায়েখ হাফিজ মাওলানা আবু সাঈদ, শায়েখ হাফিজ মাওলানা শামসুল হক, শায়েখ মাওলানা একেএম মওদুদ হাসান, শায়খ হাফিজ মাওলানা আবুল হুসেন খান, মাওলানা জিল্লুর রহমান, মুফতি আব্দুর রহমান, মাওলানা রেজাউল হক, মাওলানা আব্দুল মালিক, মাওলানা সাদিকুর রহমান, মুফতি তাজুল ইসলাম, শায়খ ইমদাদুল হক আল মাদানী, মুফতি মাওসুফ আহমদ, মাওলানা হেলাল উদ্দীন আহমদ, হাফিজ মাওলানা আব্দুল কারিম, মাওলানা আবুল হাসানাত চৌধুরী প্রমুখ।

এসোসিয়েশনের ইসি মেম্বাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, হাফিজ হুসাইন আহমদ, মাওলানা কাজী আব্দুর রহমান, মাওলানা মুনাওয়ার হোসেন, মাওলানা ফজলুর রাহমান, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কামরুজ্জান, মাওলানা দিলওয়াল হুসাইন, মাওলানা আবু সুফিয়ান, সুহেল আহমদ, হাফিজ আব্দুল হক, মোহাম্মদ ফরিদ উদ্দিন।

কনফারেন্সে উলামায়ে কেরামদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা শাহ মিজানুর হক, মুফতি আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা মামনুন মহিউদ্দীন, মাওলানা নুফাইস, মুফতি সালেহ, কাজী আশিকুর রহমান, মাওলানা আলী আহমদ।

বক্তারা এসোসিয়েশনের সামগ্রীক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, নিঃস্বন্দেহে আজকের কনফারেন্স এসোসিয়েশনের ইতিহাসের শ্রেষ্ঠ অনুষ্ঠান এবং ব্রিটেনে সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যের বহিঃপ্রকাশ।

বক্তারা আরো বলেন, আজকের কনফারেন্সে নবীন এবং প্রবীণ উলামায়ে কেরামদের উপস্থিতি দেখে মনে হচ্ছে ব্রিটেনে ইসলাম বিস্তারে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাণবন্ত এই কনফারেন্স ইমাম কাসিম রশিদ আহমদের দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *