ব্রিটিশ বাংলাদেশিদের সাথে ইউকে ফরেন অফিস ও ব্রিটিশ হাই কমিশন ঢাকার প্রাণবন্ত মতবিনিময়

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

ইউকে ফরেন অফিস ও ব্রিটিশ হাইকমিশন ঢাকার উদ্যোগে ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে বুধবার (১ অক্টোবর ২০২৫) এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে উভয় পক্ষে বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে হাইকমিশনের সার্ভিস এবং সহায়ক ভূমিকা তুলে ধরেন ব্রিটিশ হাই কমিশনের কনস্যুলার রিজিওনাল অপারেশন ম্যানেজার মি. জন নিল এবং প্র-কনসাল ফারহানা হক এমবিই। তারা জানান, বাংলাদেশে ব্রিটিশ নাগরিকরা ব্রিটিশ হাইকমিশন ঢাকা থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেতে পারেন- যার মধ্যে রয়েছে পাসপোর্ট, জরুরি ডকুমেন্ট এবং অন্যান্য কনস্যুলার পরিষেবা।

আলোচনার শুরুতে টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন ও পররাষ্ট্র দফতরের নাগরিকসেবা ও সহায়তামূলক প্রয়াসকে স্বাগত জানান। তিনি এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিকে অভিনন্দিত করেন।

অনুষ্ঠানে ভিসা সংক্রান্ত জটিলতা তুলে ধরেন উপস্থিত কয়েকজন আইনজীবী। প্রবাসিদের জায়গা-জমি ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রোধ এবং বাংলাদেশ ও ইউকের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক বিষয় নিয়ে আলোচনা করেন বিবিসিসিআই, বিসিএ ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় দেশ-বিদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তায় ব্রিটিশ হাইকমিশন ঢাকার সার্বিক সহয়োগিতা চান উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ। তারা জরুরি পরিস্থিতিতে ব্রিটিশ হাইকমিশনের সহায়তা এবং সুরক্ষা নিশ্চিতকরণ প্রক্রিয়া আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ব্রিটিশ হাইকমিশন এবং ইউকে ফরেন অফিস কর্মকর্তারা এই আলোচনাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে অভিহিত করেছেন। তারা উত্থাপিত বিষয়গুলো, বিশেষ করে হেল্প সাপোর্টের প্রয়োজনীয়তাকে গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন। তারা নাগরিকদের জন্য চলমান সেবা সমূহ উপস্থাপন করেন।

পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার পরিষেবা: হাইকমিশন ব্রিটিশ নাগরিকদের জন্য পাসপোর্ট, জরুরি ডকুমেন্ট এবং অন্যান্য কনস্যুলার পরিষেবা প্রদান করে।

জরুরি সহায়তা: যেকোনো জরুরি পরিস্থিতিতে- যেমন দুর্ঘটনা, অসুস্থতা বা আইনি সমস্যায় হাইকমিশন ব্রিটিশ নাগরিকদের বিশেষ সহায়তা প্রদান করে।

তথ্য ও পরামর্শ: হাইকমিশন বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের জন্য বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করে- যার মধ্যে রয়েছে নিরাপত্তা, ভ্রমণ, এবং স্থানীয় নিয়মকানুন।

ভিসা পরিষেবা: হাইকমিশন ভিসা সংক্রান্ত তথ্য ও পরিষেবা প্রদান করে, তবে এটি মূলত বাংলাদেশী নাগরিকদের জন্য প্রযোজ্য, যারা যুক্তরাজ্যে আসতে চান। ব্রিটিশ নাগরিকদের জন্য, এটি নিজেদের দেশের সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে এ ধরনের প্রাণখোলা আলোচনায় মুগ্ধতা প্রকাশ করেন। তারা সেবা ও গণসচেতনতার ওপর নিয়মিত আলোচনার দাবি জানান। এর মাধ্যমে ইউকে ফরেন অফিস ও হাইকমিশন ব্রিটিশ-বাংলাদেশিদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *