ব্রিটিশ ফুটবল এজেন্টদের কাছে পরাজিত হয়েছে ফিফা

খেলাধুলা সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা একটি বড় আইনি মামলায় শীর্ষস্থানীয় ব্রিটিশ ফুটবল এজেন্টদের একটি গ্রুপের কাছে গতকাল পরাজিত হয়েছে। প্রমানিত হয়েছে ফিফা ফুটবল এজেন্ট রেগুলেশনস (এফএফএআর) এর কিছু নীতি ব্রিটিশ প্রতিযোগিতা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আেগ ফিফার কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেয়েছিল ফুটবল এজেন্টরা। কমিশন নেওয়ার ক্ষেত্রে ফিফার নির্ধারণ করে দেওয়া হার এবং এজেন্ট হওয়ার জন্য পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করার নিয়মের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করে হেরে গিয়েছেলন তাঁরা।

এজেন্টদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে গত জানুয়ারি নতুন নীতি প্রণয়ন করে ফিফা। অক্টোবরে কার্যকর হতে যাওয়ায় এই আইনে বলা হয়, ফুটবলারদের দলবদলের ক্ষেত্রে ফিফা নির্ধারিত হারের বেশি কমিশন নেওয়া যাবে না এবং কেউ এজেন্ট হতে চাইলে তাকে পরীক্ষায় পাস করেই এই পেশায় আসতে হবে।

ইংল্যান্ড ফুটবল এজেন্টদের শীর্ষ আয়ের দেশ। বিশ্বব্যাপী ঘরোয়া লিগগুলোর মধ্যে আর্থিক লেনদেন সবচেয়ে বেশি হয় ইংলিশ প্রিমিয়ার লিগে। তাই ব্রিটিশ আরবিট্রেশন কোর্টে এটি সফলভাবে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আইনি লড়াইয়ে এবার হেরে গেছে ফিফা। 

ফিফা বিশ্বব্যাপী এজেন্টদের উপর কঠোর  নিয়ম প্রয়োগ করার চেষ্টা করেছে৷ কিন্তু এখন দেখছে নতুন এই পদক্ষেপে ইউরোপ জুড়ে প্রতিক্রিয়া হয়েছে। ইউরোপের বেশ কয়েকটি দেশে এ নিয়ে আইনি লড়াইয়ে নামে এজেন্ট ও তাঁদের প্রতিষ্ঠান।

ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড় বেচা-কেনায় এজেন্টরা যে ফি ও কমিশন পান, সেটিতে কিছু সীমারেখা বেঁধে দিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। গত অক্টোবর থেকে এটি কার্যকরও হওয়ার কথা। কিন্তু ফিফার নতুন নিয়মের বিরুদ্ধে আপিল করেছিল এজেন্টদের চারটি শীর্ষস্থানীয় এজেন্সি। এ নিয়ে গত সেপ্টেম্বরে লন্ডনের আরবিট্রেশন ট্রাইব্যুনালে করা মামলার রায় শেষ পর্যন্ত ফিফার বিপক্ষেই গেছে।

ফিফার প্রস্তাবে ছিল,  এক ব্যক্তি একটি ট্রান্সফারে দুটির (খেলোয়াড় বিক্রি করা ক্লাব ও খেলোয়াড় কেনা ক্লাব) এজেন্ট হতে পারবেন না।ট্রান্সফার ফি থেকে একজন এজেন্ট সর্বোচ্চ ১০ শতাংশ আয় করতে পারবে। বছরে দুই লাখ মার্কিন ডলারের বেশি যেসব খেলোয়াড়ের বেতন, তাঁদের কাছ থেকে কমিশন নেয়া যাবে সর্বোচ্চ ৩ শতাংশ। খেলোয়াড়ের বেতন যদি বছরে দুই লাখ ডলারের কম হয়, তাহলে ৫ শতাংশ নেয়া যাবে।

ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) মনে করে, এজেন্টদের জন্য ফিফার বেঁধে দেওয়া নিয়মগুলো ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক খেলাধুলার আইন আগ্রাহ্যকরণ হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ রায়ের ফলে এজেন্ট নিয়ন্ত্রণে ফিফা হুমকির মুখে পড়েছে।

 ফিফা দ্বারা পরিচালিত ৭০০ উচ্চাকাঙ্ক্ষী এজেন্টদের জন্য নতুন ফিফা পরীক্ষা সেপ্টেম্বরে বিশৃঙ্খলার মধ্যে শেষ হয়েছিল, যখন পরীক্ষার হল বার্মিংহামের জাতীয় প্রদর্শনী কেন্দ্রে ওয়্যারলেস ইন্টারনেট ব্যর্থ হয়েছিল। এখন ট্রাইব্যুনালের পরাজয় ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এজেন্টদের ফুটবল ফোরাম গ্রুপের বিবৃতিতে  ‘সব এজেন্টদের জন্য গুরুত্বপূর্ণ’ এই সফলতায় গ্যারেথ বেলের এজেন্ট হিসেবে কাজ করা বার্নেটের ভূমিকার প্রশংসা করা হয়।  সুত্র: দ্য গার্ডিয়ান, দ্য অ্যাথলেটিক, এফএ ও ফিফা

* সাঈদ চৌধুরী সময় সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *