ব্রিটিশ পাউন্ডে রাজা চার্লসের ছবি

সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

রাজা চার্লসের ছবি–সংবলিত নতুন পাউন্ড উন্মোচন করেছে ব্যাংক অব ইংল্যান্ড। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে রাজা তৃতীয় চার্লসের ছবি দেওয়া ৫, ১০, ২০ এবং ৫০ পাউন্ডের নতুন মুদ্রার ছবি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি থেকে নতুন এই পাউন্ড বাজারে আসবে। রাজার ছবিসহ নতুন পাউন্ড আসলেও পুরোনো নোটগুলোর প্রচলন থাকবে। ব্যাংক অব ইংল্যান্ডের নতুন উন্মোচন করা পাউন্ডে দেখা যাচ্ছে, সামনে ও সিকিউরিটি উইন্ডোতে রাজা চার্লসের ছবি রয়েছে।

ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ রাজপরিবারের নির্দেশনা অনুসরণ করে নতুন নোট বাজারে ছাড়া হবে। এ ক্ষেত্রে আর্থিক ও পরিবেশগত প্রভাব পর্যালোচনা করে শুধুমাত্র পুরোনো জীর্ণ নোটের বদলে ও বাড়তি চাহিদার বিপরীতে নতুন নোট বাজারে ছাড়া হবে।

এদিকে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নোটের উপর ছাপা চার্লসের ছবিটি ২০১৩ সালে তোলা। তবে ব্রিটেনের রয়্যাল মিন্ট ইতিমধ্যেই রাজা চার্লসের প্রতিকৃতি সম্বলিত ধাতব মুদ্রা বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে। 

গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্যাংক অফ ইংল্যান্ড সূত্রে জানা গিয়েছিল, বাজারে রানির ছবি দেওয়া প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) নোট চলছে। সেগুলো বদলে রাজা চার্লসের ছবিওয়ালা নোট আনতে অন্তত দু’বছর লাগবে। রানির ছবি বদলালেও মুদ্রার নকশা তেমন পাল্টানো হয়নি। ব্রিটেনের পাশাপাশি কানাডার কিছু নোট, নিউজিল্যান্ডের মুদ্রা, কমনওয়েলথের কিছু অংশের সব নোট-মুদ্রাতে রানি এলিজাবেথের ছবিও পাল্টাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *