ব্রিটিশ আর্মির দু‘টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশী রিফাত

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড- এই দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) লন্ডনে অনুষ্ঠিত পাসিং-আউট অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন প্রিন্সেস অ্যান।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন। ৪০টি দেশের প্রায় ২০০ ক্যাডেটের মধ্য থেকে নির্বাচিত হয়ে অফিসার ক্যাডেট রিফাত অসাধারণ নিষ্ঠা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

৮৯ বিএমএ লং কোর্সের গর্বিত সদস্য অফিসার ক্যাডেট রিফাতের এই অর্জন শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, সমগ্র জাতির জন্য এক বিরল সম্মাননা। তার এ কৃতিত্ব প্রমাণ করে যে বাংলাদেশের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সর্বোচ্চ মানের কর্মকর্তা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম।

বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাতকে এই অসাধারণ অর্জনের জন্য বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলা হয়, তার এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশী ক্যাডেটদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান উৎকর্ষের সুনাম আরো সুদৃঢ় করবে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম অফিসার ক্যাডেট রিফাতের ভবিষ্যৎ জীবন ও কর্মে আরো সাফল্য কামনা করেন এবং জাতির সেবায় তার গৌরবময় অবদান প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *