ব্যবসায়ী উদ্যোক্তা সহায়ক প্রকল্প : টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ব্যতিক্রমী উদ্যোগ

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

টাওয়ার হ্যামলেটস্ বারার ছোট এবং মাঝারি আকারের ব্যবসায়ী উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নিয়েছেন নির্বাহী মেয়র লুতফুর রহমান। বুধবার (২৩শে জুলাই ২০২৫) টাউন হলে উদ্বোধন করা হবে ব্যতিক্রমী এই প্রকল্প। আগ্রহী নতুন ব্যবসায়ী উদ্যোক্তাদের যারা ইভেন্টব্রাইট ওয়েবসাইটে গিয়ে টিকেট বুক করেছেন, তারা এতে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাসিন্দারা প্রশ্ন—উত্তর পর্বে অংশ নিয়ে স্থানীয় সফল এবং দক্ষ ব্যবসায়ী উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারবেন এবং শুনতে পারবেন তাদের সাফল্যের নেপথ্য কাহিনী।

গত বছর কাউন্সিল ছোট এবং মাঝারি আকারের ব্যবসায়ী উদ্যোক্তাদের সহযোগিতার জন্যে বিভিন্ন প্রকল্পে ৭ লাখ পাউন্ড বিনিয়োগ করেছিল। প্রকল্পগুলোর মধ্যে ছিলঃ

* থিঙ্ক স্টার্টার আপ- এটি সাজানো হয়েছিল তাদের জন্যে, যারা কোনো ধরনের অর্থনৈতিক সমর্থন ছাড়াই ব্যবসা শুরু করতে চান।

* সাপোর্টেড এক্সেস টু ফাইনান্স – এটি ছিল তাদের জন্যে, যারা ব্যবসা শুরু করার আগ্রহ নিয়ে ফান্ডিংয়ের জন্য কিভাবে আবেদন করতে হয় তা জানতে আগ্রহী।

* ওমেন মিন বিজনেস- এর মাধ্যমে অন্তত ৫০টি ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে সমর্থন দেওয়া হয়েছে। এটা হল যেসব মহিলা স্বাধীন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তাদের জন্যে।

এতে সোশ্যাল এন্টারপ্রাইজ ইমপ্যাক্ট প্রজেক্ট এর মাধ্যমে স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি সেক্টরের বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *