টাওয়ার হ্যামলেটস “বো গ্রিন ডেভেলপমেন্ট” এর প্রথম ধাপের কাজ প্রায় শেষের পথে। বো এলাকায় নির্মাণাধীন এ প্রকল্পের কাজ শেষ হবে ৫টি ধাপে। সম্পূর্ণ কাজ শেষ হলে এখানে নতুন করে ১৪‘শ ৫০টি পরিবারের থাকার ব্যবস্থা হবে। এই ১৪৫০টি ফ্লাটের মধ্যে ৩৫ শতাংশ থাকবে কাউন্সিল হোমস। প্রথম ধাপের কাজ প্রায় শেষ, যেখানে থাকছে ৩১৪টি ফ্লাট। এরমধ্যে কাউন্সিলের এফোর্ডেবল রেন্টের আওতায় থাকবে ৮২টি ফ্লাট।
বো গ্রিন ডেভেলপমেন্টের প্রথম ধাপের কাজ যথাসময়ে প্রায় সম্পন্ন এবং আগামীর কাজ যথা নিয়মে এগিয়ে চলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রশংসিত হয়েছেন।
নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রথম ধাপের কাজ সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, সরকার বা কাউন্সিল একার পক্ষে হাউজিং চাহিদা মেটানো সম্ভব নয়। এ কারনে আমাদেরকে হাউজিং এসোসিয়েশন এবং প্রাইভেট ডেভেলপারদের সাথে যৌথভাবে পার্টনারশীপের মাধ্যমে কাজকে এগিয়ে নিতে হবে। বো গ্রিন ডেভেলপমেন্ট প্রকল্প তার একটি উদাহরন। এখানে নির্মিত ঘরের ৩৫ শতাংশ পাবেন কাউন্সিলের সাধারণ বাসিন্দা। একইভাবে ভবিষ্যতে আমাদের বারায় প্লানিং গেইনে‘র ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত কাউন্সিলকে প্রদানের পলিসি প্রস্তাব করেছি। এরফলে ভবিষ্যতে এফোর্ডেবল রেন্ট কাউন্সিল হাউজিংয়ের সংখ্যা ক্রমান্নয়ে বৃদ্ধি পাবে।
নির্বাহী মেয়র আরো বলেন, বড় সাইজের ঘরের জন্য অসংখ্য পরিবার কষ্ট করছে। প্রকৃত অর্থে এফোর্ডেবল ঘর তৈরীতে সহায়তা করে আমরা আমাদের হাউজিং সমস্যা সমাধানে যথাসাধ্য ভূমিকা রাখতে চাই। আমারা আশাকরি আমাদের সব পরিবারগুলো যেন একটি যথার্থ ও মানসম্পন্ন ঘরে থাকতে পারেন।
অনুষ্ঠানে বার্কলে গ্রুপের সিইও রব প্রিনিস-সহ আরো অনেক কর্মকর্তারা অংশ নেন। রব বলেন, আমরা টাওয়ার হ্যামলেটস ও জিএলএ’র সাথে কাজ করে গর্বিত। আমরা শুধু উচ্চ মানের হাউজ ডেলিভারী দিচ্ছিনা, সাথে সাথে বো গ্রিন এলাকায় পার্ক-সহ আরো নানাবিধ জনহিতকর সুবিধা তৈরী করছি। নির্বাহী মেয়রের পরামর্শে আমরা বড় সাইজের ঘর নির্মাণের সংখ্যা বৃদ্ধি করেছি।
গেটওয়ে হাউজিংয়ের সিইও কেইট ফ্রাংলিন বলেন, আমরা খুশীে এবং আশাবাদী যে, টাওয়ার হ্যামলেটসের অনেক বাসিন্দা ২০২৫ ও ২০২৬ সালের মধ্যে উচ্চমানের ঘরে স্থানান্তরিত হতে পারবেন।
উল্লেখ্য, বো গ্রিন ডেভেলপমেন্ট এলাকার পাশেই রয়েছ নদী, খাল ও গ্রিন পার্ক-সহ দৃষ্টি নন্দন পরিবেশ। বার্কলে গ্রুপের প্রতিষ্ঠান সেন্ট জেইমস হোমস ও গেটওয়ে হাউজিং এসোসিয়েশনের পার্টনারশীপে ২০৩৩ সালের মধ্যে মোট ৫ ধাপে পুরো হাউজিং ডেলিভারির প্লান বাস্তবায়নের পথে রয়েছে। বার্কলে গ্রুপ গত ৫ বছরে ইউকে‘তে ১৯ হাজার ঘর ডেলিভারী দিতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে গ্রুপটি বৃটিশ ইকোনমিতে ভুমিকা রেখেছে প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড। – তৌহিদুল করিম মুজাহিদ