বেসামরিক মানুষকে হত্যা কখনোই বিজয় নয় : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান আল্লাহর রহমতে কখনো আশা হারাবেন না। আপনি যখন হতাশাকে নিজের দখল নিতে দেন, তখন এটি আপনার প্রভুর প্রতি আস্থার অভাবকে প্রদর্শন করে। আপনার বিশ্বাস ধরে রাখুন শক্তভাবে। তিনি তাঁর শক্তি উন্মোচন করবেন শীঘ্রই।

দুই. বেসামরিক মানুষকে হত্যা করা কখনোই বিজয় নয়। এর জন্য ভারী মূল্য দিতে হয়। যুদ্ধ পুরুষদের মধ্যে হওয়া উচিত, নারী ও শিশুদের মধ্যে নয়। সর্বশক্তিমান দুর্বল, অসহায় ও দুর্বলদের রক্ষা করুন। আমীন।

পূনশ্চঃ

এক. আপনার পুরানো অভ্যাস সম্পর্কে সচেতন হোন। এসবের কাছে ফিরে যাবেন না। মনে রাখবেন, যখন আপনি আরও ভাল করছেন তখন বিষাক্ত আচরণ ও নেতিবাচক শক্তি আপনার জীবনে ফিরে আসার উপায় খুঁজতে থাকে। একবার এবং সব সময়ের জন্য তাদের বিদায় দেবার সচেতন প্রচেষ্টা গ্রহণ করুন। দৃঢ়চিত্ত হোন। মনোযোগী হোন।

দুই. আপনি যখন দুঃখিত হন এবং সব কিছু খারাপ দেখায়, তখন হাসি খুশি থাকার জন্য কারণ সন্ধান করুন। বিশ্বাস করুন, আপনার জন্য কৃতজ্ঞ হওয়ার মতো অনেক কিছু আছে। কৃতজ্ঞতা দেখান। সব সময় সর্বশক্তিমানকে ধন্যবাদ জানান।

তিন. নৈরাশ্য অনুভব হচ্ছে? মনে হচ্ছে পৃথিবী আপনার উপর চেপে বসছে? টানেলের শেষে কোনও আলো ছাড়াই আপনি পুরো অন্ধকারে রয়েছেন বলে মনে হচ্ছে? মনে রাখবেন, আপনি যে অবস্থার মধ্য দিয়েই যান না কেন, প্রভুর কাছে এক আন্তরিক প্রার্থনা আপনার পুরো জীবনকে পাল্টে দিতে পারে। যেখানে আশা আছে, সেখানে জীবন আছে সব সময়।

চার. যেখানে বাধা যত বেশি, সেখানে সাফল্যও তত বেশি। যখন আপনার পরীক্ষাটি কঠিন হয় তখন অভিযোগ করবেন না। সর্বশক্তিমান যাকে সবচেয়ে বেশি ভালবাসেন তিনি তাকে পরীক্ষা করেন। তিনি আমাদের পরীক্ষা চালিয়ে যাবেন। পরীক্ষার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। পরীক্ষা আমাদের পরিশুদ্ধ করার একটি উপায়। এটিকে আলিঙ্গন করুন। আপনি অবশেষে এর মূল্য বুঝতে পারবেন!

পাঁচ. আপনার কৃতিত্ব সম্পর্কে বড়াই করবেন না। এর জন্য গান এবং নৃত্যে মেতে উঠবেন না। সর্বশক্তিমান আপনাকে যা দান করেছেন তা সংরক্ষণ করুন। আপনার প্রতি যে আশীর্বাদ সেটাকে রক্ষা করুন। কারণ লোকদের মধ্যে এসব নষ্ট করার প্রবণতা রয়েছে। হ্যাঁ, এমনকি আপনার সেরা বন্ধু এবং খাঁটি অন্তরের মানুষও আপনার যা কিছু আছে তা নষ্ট করতে পারে।

দ্রষ্টব্যঃ

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করে, তার (আসল) শাস্তি জাহান্নাম; সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ থাকবেন, তাকে লানত ও অভিশাপ দেবেন। আর তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। (সুরা আন-নিসা: ৯৩)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *