বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন, ‘বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে’। আমেরিকার পররাষ্ট্র দপ্তরে ওয়াশিংটন সময় সোমবার (১০ এপ্রিল) দুপুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এভাবেই বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, সে বিষয়ে সমগ্র বিশ্ব আগ্রহী বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর কয়েক মিনিটের সূচনা বক্তব্যের রেকর্ডটি এরইমধ্যে প্রচার করেছে স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন মন্ত্রী বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠী ও শ্রমিকদের বিভিন্ন ধরনের অধিকার সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ দূর করার ওপরও গুরুত্ব আরোপ করেন বলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন পরে ওয়াশিংটনে স্থানীয় সাংবাদিকদের জানান।

ড. মোমেন বলেন, তিনি মার্কিন মন্ত্রীকে জানিয়েছেন যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন হবে। এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সেদেশে ফেরত পাঠানো, মার্কিন বিভিন্ন উন্নয়ন-সহায়তা তহবিল থেকে বাংলাদেশে উন্নয়ন-সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন বলেও জানান আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *