‘বিশ্বব্যাপী মুসলিম ক্রিকেটারদের জন্য একজন দৃষ্টান্ত আলিম দার’

খেলাধুলা সাম্প্রতিক
শেয়ার করুন

রায়হান মাসুদ, বিবিসি বাংলা

পাকিস্তানের আম্পায়ার আলিম দার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন। এলিট প্যানেল হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারদের সর্বোচ্চ শ্রেণি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেল আম্পায়াররা সাধারণত বিভিন্ন আইসিসি টুর্নামেন্টের বড় বড় আন্তর্জাতিক ম্যাচগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ ভেন্যুতে এলিট প্যানেলের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের দায়িত্ব দিয়ে থাকে আইসিসি।

সেই এলিট প্যানেল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ কভার করা আম্পায়ার আলিম দার। আন্তর্জাতিক ক্রিকেটে আলিম দার ৪৩৫টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম পাকিস্তানি হিসেবে ২০০৪ সালে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন।

তবে এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেও আলিম দার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে পারবেন যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে নির্বাচন করে।

আন্তর্জাতিক ক্রিকেটের প্রথিতযশা আম্পায়ারদের একজন আলিম দার ১৯ বছর আইসিসির সর্বোচ্চ পর্যায়ে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

ছাড়ার সময় তিনি বলেছেন, এলিট প্যানেলে আন্তর্জাতিক প্যানেল থেকে কারও সুযোগ পাওয়ার জন্যই তিনি দায়িত্ব ছেড়েছেন। আলিম দার কখনো ভাবেননি তিনি এই পেশায় এতো সফল হতে পারবেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০০২ সালে প্রথম এলিট প্যানেল তৈরি করে। এই তালিকা প্রতি বছর পরিবর্তন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *