বিবিসিসিআই’র আড়ম্বরপূর্ণ বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল বেশ আড়ম্বরপূর্ণ ও প্রাণবন্ত।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) ইস্ট লন্ডনের আইভি ভেন্যুতে বিবিসিসিআই প্রেডিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদীর পরিচালনায় এজিএম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়াহীদ সিরাজী।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ডিরেক্টর, লাইফ মেম্বার, জেনারেল মেম্বার-সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। মজাদার মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় মূল কার্যক্রম শুরু হয়। সভায় বিবিসিসিআই’র সংবিধান সংশোধনের প্রস্তাব ঐক্যমতে গৃহীত হয়।

বার্ষিক পরিকল্পনা মোতাবেক সফলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় বিবিসিসিআই’র বিভিন্ন রিজিওনের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ আরো কয়েকজন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড লাভ করেন যথাক্রমে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ ও সেক্রেটারি তোফাজ্জল হোসেন আলম, বিবিসিসিআই ইস্ট অফ ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ড. শাহানুর খান ও সেক্রেটারি মুহাম্মদ আলী মজনু, বিবিসিসিআই ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের প্রেসিডেন্ট ড. রইস আলী ও সেক্রেটারি মো. নেওয়াজ আলী, বিবিসিসিআই ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট মো. রাসেল হোসাইন ও সেক্রেটারি মুস্তাক নাদিম সানি।

সাধারণ সভায় ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বিগত বছরের সামগ্রিক কর্ম প্রয়াসের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এরপর ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান প্রকল্পভিত্তিক ব্যয় এবং আগামীর আর্থিক পরিকল্পনা উপস্থাপন করেন। আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় বিবিসিসিআই’র ডিরেক্টর, প্রতিষ্ঠাতা ডিরেক্টর ও সাবেক সভাপতিবৃন্দ-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য ও পরামর্শ প্রদান করেন। অধ্যাপক শাহগীর বখত ফারুক, বশীর আহমদ বিইএম, সাইদুর রহমান রেনু, আবদুল হামিদ চৌধুরী, আহমাদুস সামাদ চৌধুরী জেপি, মুহাইমিন মিয়া, মহিব চৌধুরী, আবুল হায়াত নুরুজ্জামান, আতাউর রহমান কুটি, মঈন উদ্দিন, মিসবাহ চৌধুরী, আবদুল মুমিন, কাউন্সিলর জাহাঙ্গির হক, আলি জাকারিয়া, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, ওয়াসে চৌধুরী, হাফসা ইসলাম প্রমুখ।

বিবিসিসিআই ইয়ুথ ফোরাম থেকে হাসনাত চৌধুরী, খন্দকার হোসাইন আহমেদ ইমন, ওয়ারকান হাসান, মো. তওফিকুল আলম, ইফতেখার আহমেদ সিদ্দিকী, আকমল রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশি-ব্রিটিশ ব্যবসায়ীদের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে বার্ষিক সাধারণ সভায় উল্লেখ করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন। সভাপতি রফিক হায়দার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *