বিএনপি-জামায়াতের ডাকে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশে অবরোধ ও হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত। আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ। তারপর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল।

সপ্তম দফায় বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শেষ হচ্ছে। তারা এ সপ্তাহেই আবার সারা দেশে এক দিনের অবরোধ ও এক দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করল।

বিএনপির কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দেন তিনি।

জামায়াতে ইসলামীর পক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি অনুরূপ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির কর্মসূচি ঘোষণা করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩৮৫ জনকে গ্রেপ্তার এবং ১৩টি মামলায় ১ হাজার ৪৮০ জনকে আসামি করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি।

অবরোধ ও হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি বলেন, নির্বাচন কমিশন জাতির মতামতকে অগ্রাহ্য করে একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আওয়ামী লীগ কতিপয় বিশ্বাসঘাতক ও স্বার্থপর লোক বাগিয়ে নিয়ে মৌসুমি দল সৃষ্টি করে ভুয়া নির্বাচনের পাঁয়তারা করছে। এটা আওয়ামী লীগের অপরাজনীতির বহিঃপ্রকাশ।

জামায়াত নেতা বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে সারাদেশে আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ এবং ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা-কর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *