বাবা দিবসে নতুন গানে বাপ্পা মজুমদার

ফিচার বিনোদন
শেয়ার করুন

বাবা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসলেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ‘পৃথিবীর আলো তুমি দেখিয়েছিলে, শিখিয়েছিলে কী কথা হয় বলতে, কীভাবে হয় চলতে। তোমার শিক্ষা ছিল ভালো মানুষ যেন হই, বাবা ও বাবা, তুমি ছিলে আমার কাছে একটি আদর্শ খোলা বই’ এমনই কথামালায় ‘আদর্শ খোলা বই’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

গানে ফুটে উঠেছে বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান। প্রদীপ ভট্টাচার্যের তত্ত্বাবধানে গানের ভিডিওর নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। গানে নৃত্য নৃত্য পরিবেশনা করেন সুমাইতাহ রুতবাহ, আমির হামজা প্রিতম, আল আমিন, নাহার বৃষ্টি, রিয়াজ খান ও ফারজানা খান। কোরিওগ্রাফি করেছেন মোফাসসাল আলিফ।

রোববার রাত ১২টা থেকে আরটিভির পর্দায় ও চ্যানেলটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে ‘আদর্শ খোলা বই’ গানটি।

দেখুন ‘আদর্শ খোলা বই’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *