বাবার সাথে হাঁটি ।। রোকেয়া খাতুন রুবী

ছড়া-কবিতা বাংলাদেশ
শেয়ার করুন

সকাল বেলা ব্যস্ত অফিস, ছুটির দিনে বাজার
বাবা মানে সংসারে যার কাজ রয়েছে হাজার।

ছেলে মেয়ের পড়ার খরচ, সকল রকম দায়
বাবা বুঝি জোয়াল কাঁধে লাঙ্গল টেনে যায়।

অফিস ফেরত বাবার হাতে, নাস্তা মজার প্যাকেট
দেখিইনি বাবার গায়ের ময়লা জামা জ্যাকেট।

বাবার হাতে দেইনি তুলে বাবার আনা খাবার
চা টোস্টেই দিব্বি গেছে সন্ধ্যে বিকেল বাবার।

গরম দিনে আইস্ক্রীম আর কোল্ডড্রিংকসটা সাথে,
খুব খেয়েছি বাবার টাকায় দেইনি তুলে তাঁকে।

বাবার বুঝি পায়না ক্ষিধে তৃষ্ণা বুঝি নেই,
হয়নি মনে কখনোতো বাবাকে কি দেই।

ঈদ পরবে লিষ্টি লিখি শাড়ী আছে মায়ের
বাবা পুরোণ পাঞ্জাবীতে পুরোন জুতো পায়ের।

বাবার টাকায় সব কেনা হয় বাবাটা কি বোকা
না বোঝা ভান করতো কিনা খাচ্ছেনাতো ধোকা!

বয়েস বাড়ে শান্ত বাবা শান্ত আরো হয়
শিশুর মতো কাচুমাচু চুপটি শুয়ে রয়।

বাবার মাথায় বিলি কেটে দিইনি নেড়ে চুল
কপালে হাত হয়নি রাখা এক জনমের ভুল।

বুঝতে পারি যখন বাবা হয়ে গেলেন নেই
বিপদ কালে মনের কথা কার কাছেতে দেই?

ফিরে পাওয়ার নিয়ম টুকু হায় থাকতো যদি
আমি হতাম জলের ধারা বাবা বিশাল নদী।

বুকের ভেতর রাখা যতো ভুল অপরাধ জমা
জড়িয়ে হাঁটু কোলে মাথা চেয়ে নিতাম ক্ষমা।

বাবা তখন পাগোল বলে দু হাতে মুখ খানি
হাজার চুমোয় ভরিয়ে দিতেন জানি আমি জানি।

চলে গেলে কেউ ফেরেনা আঁকড়ে থাকে মাটি,
আপন মনে বাবার সনে একলা আমি হাঁটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *