বাইরে ঠিকঠাক দেখালেও সবাই সংগ্রামের মধ্যে : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার সাথে যাদের দেখা তাদের প্রায় প্রত্যেকেই চ্যালেঞ্জের মুখোমুখি এবং কোনো না কোনোভাবে তারা আঘাত মোকাবেলা করছেন। তাদের বাহ্যিকভাবে সব ঠিকঠাক মনে হতে পারে কিন্তু তাদের ভিতরের সংগ্রাম বাস্তব একটি সত্য। তাই সদয় হোন, বিচার করতে বসবেন না এবং সর্বশক্তিমানকে স্বাচ্ছন্দ্য দিতে আর তারা যে ব্যথা অনুভব করছেন তা কাটিয়ে উঠতে তাদের সাহায্য করতে সর্বশক্তিমানের কাছে মোনাজাত করুন। সংকট নিয়ে কাউকে একা একা যেতে দিবেন না। সাহায্যের হাত বাড়ান।

দুই. যখন আপনি ভঙ্গুরতা অনুভব করেন, যখন আপনি কোনও অন্ধকারের জায়গায় আশার ঝলক না দেখেন, যখন আপনার জন্য পৃথিবী ভেঙে পড়ছে বলে মনে হয়, আপনার সবকিছু বিধ্বস্ত হচ্ছে বলে মনে হয়; তখন, সব সময় মনে রাখবেন সর্বশক্তিমান আপনাকে কখনও পরিত্যাগ করবেন না। একটি সবিনয় আন্তরিক প্রার্থনা আপনার পুরো জীবনকে পরিবর্তন করতে পারে। যেখানে আশা আছে, সেখানেই জীবন আছে।

তিন. সর্বশক্তিমান। আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তার মাঝে আমাদের সান্ত্বনা দিন। আমাদের পাশ দিয়ে চলা ঝড়ো আবহাওয়ায় শক্তি ও স্থিতিস্থাপকতা দিন। আমরা জানি আপনি আমাদের সাথে আছেন আর যদিও আমরা মাঝে মাঝে হতবিহ্বল হই, আমরা আশা হারাই না। আপনার উপর আমাদের সম্পূর্ণ ভরসা রাখার সাথে সাথে আমাদের সব অবস্থায় সন্তুষ্ট ও নম্র রাখুন!

পূনশ্চঃ

এক. লোকেরা আপনার সম্পর্কে কী ভাববে অথবা কী বলবে তা নিয়ে চিন্তা করে আপনার প্রচেষ্টাকে নষ্ট করবেন না। এটি একটি নিরর্থক চর্চা এবং এভাবে মূল্যবান সময় নষ্ট করা ভুল। পরিবর্তে, সেই সময়কে প্রজ্ঞার সাথে ব্যবহার করুন; অর্থপূর্ণ কাজ করুন, কাউকে সাহায্য করুন। সৎকাজ এবং কল্যাণকামিতা ছড়িয়ে দিন যা তরঙ্গ প্রভাব ফেলতে পারে।

দুই. প্রার্থনা করার সময় আপনি যতই বিচ্ছিন্ন বোধ করেন না কেন, সংযোগটি ছেড়ে দেবেন না। এটি সর্বশক্তিমানের কাছে আপনার ফিরে যাওয়ার পথ। এটা বজায় রাখুন।

তিন. আপনার কি মনে হয় আপনি ক্রমাগতভাবেই অপেক্ষা করে চলেছেন? আপনি কিছু একটা ঘটতে অপেক্ষা করছেন। এই প্রক্রিয়ায়, আপনি হয় হতাশ হতে পারেন অথবা ধৈর্য ও আত্মশক্তি বাড়াতে পারেন। সর্বশক্তিমান আমাদের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করার ক্ষমতা দান করুন যা তিনি আমাদের জন্য সঞ্চিত রেখেছেন।

চার. সর্বশক্তিমান! আমরা আপনার প্রতি আমাদের শক্তিশালী করতে প্রার্থনা করছি যাতে আমাদের পথে যেকোন চ্যালেঞ্জই আমরা মোকাবেলা করতে পারি। আমরা জানি আপনি আমাদের কান্না দেখেন এবং আমাদের প্রার্থনা শুনেন। আমরা এটাও জানি যে, আপনি আমাদের পরীক্ষা করছেন। আমাদের ধৈর্য ধারণ ও চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা দান করুন। আমীন।

পাঁচ. অভিযোগ বন্ধ করুন এবং শুরু করুন জীবনকে এগিয়ে নেয়া। আপনি যখনই অভিযোগ করার জন্য প্রলোভিত হন, আপনার চারপাশের দুর্ভোগটি তখন দেখুন। সর্বশক্তিমান আপনাকে যে আশীর্বাদ করেছেন তার জন্য কৃতজ্ঞ হওয়ার জন্য জেগে উঠুন। আমাদের পক্ষে যখন এতো এতো কৃপা তখন অভিযোগ করার মানে হলো প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করা!

ছয়. সর্বশক্তিমান। আমরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে নিরাময়ের জন্য আপনার কাছে প্রার্থনা করি। আমরা জানি আপনি আমাদের হৃদস্পন্দনে নিরাময় আনতে পারেন। আমাদের নিজের পরিস্থিতি নিজেরা ঠিক করার চেষ্টা করার জন্য আমাদের ক্ষমা করুন যখন আসলে সব কিছুর সত্যিকারের নিরাময় আপনার সাহায্যেই খোঁজা উচিৎ ছিল। সর্বোপরি আমাদের সবকিছুর উপর আপনার সাহায্য কত বেশি দরকার তা ভুলে যাওয়ার জন্য ক্ষমা করুন। আমীন।

দৃষ্টব্য.

তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারবশে আমার ইবাদতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। (সুরা মুমিন : ৬০)

আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে।’ (সুরা বাকারা : ১৮৬)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *