বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে না নেয়ায় বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন রিপোর্টাররা। দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতে ফ্লোর নিয়ে সাংবাদিকদের প্রবেশ ইস্যুতে কথা বলেন অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বহালের বিষয়টি জানানোর পর সবাই বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, স্বাধীনতার পর থেকে সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংকে অবাধ তথ্য পেয়ে আসছেন। হঠাৎ করে গত দেড় মাস ধরে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা স্বাধীন সাংবাদিকতার পররপন্থী। এ বিষয়ে সমাধান চেয়ে ইআরএফের পক্ষ থেকে দুই দফা চিঠি দেওয়া হয়। তবে সমাধান না হওয়ায় সম্মিলিতভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

এরপর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন সাংবাদিকেরা। নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন ইআরএফ সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় সুদহারের নতুন পদ্ধতি ও ডলারের বিনিময় হার নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *