বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই দিয়ে তৈরি : বাংলাফ্যাক্ট

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। যা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই-সৃষ্ট। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়ার প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিছু মন্তব্য করেছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাংলাদেশ নিয়ে ট্রাম্প সম্প্রতি কোন মন্তব্য করেননি এবং আলোচিত ভিডিওর দাবি ও তথ্যসমূহ সত্য নয়।

প্রকৃতপক্ষে, ২০১৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম প্রতিষ্ঠান এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেটির কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে সম্পাদনা করে ছড়িয়ে পড়া ভিডিওটি বানানো হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১২ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। যেটি এনবিসি নিউজের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার। ভিডিওটির ১২ মিনিট ৩১ সেকেন্ড থেকে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে মিল রয়েছে।

ওই সাক্ষাৎকারে তৎকালীন এফবিআই পরিচালক জেমস কমিকে বরখাস্ত এবং রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ অন্যান্য বিশ্বনেতাদের বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন ট্রাম্প। তবে সেখানেও ড. মুহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশ নিয়ে কোন মন্তব্যই করেননি। এনবিসি নিউজের ওয়েবসাইটেও ২০১৭ সালের ১২ মে এই সাক্ষাৎকারটি পাওয়া যায়।

বাংলাফ্যাক্ট জানায়, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোন বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এসব বিষয়ে মন্তব্যের দাবির সত্যতা পাওয়া যায়নি।

এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কি না তা জানতে বাংলাফ্যাক্ট একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কনটেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। ভিডিওটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ।

সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় সামরিক ঘাঁটি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হবে না-এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট করেছেন দাবিটি মিথ্যা। একই দাবিতে ছড়ানো ভিডিওটি এআই-এর সাহায্যে তৈরি বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *