বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মজলিসে শূরার অধিবেশন রোববার পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।
শূরার অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শাইখুল হাদীস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী।
শূরার অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, ওল্ডহ্যাম শাখার সভাপতি বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা কমর উদ্দিন। যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।
প্রধান নির্বাচন কমিশনার মাওলানা জালালুদ্দিন আহমদ উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫—২০২৬ সেশনের জন্য যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি ছালেহ আহমদের নাম ঘোষণা করেন।
পরে সহকারী নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে ৩৭ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ ও ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের কমিটি ঘোষণা করেন।
পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।