বাংলাদেশে চলছে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিএনপি-জামায়াতের  ডাকে চলছে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে এই কর্মসূচি বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে শুক্রবার ভোর পর্যন্ত। এ অবরোধের প্রথম দিন সকাল থেকে ফাঁকা রয়েছে রাজধানী ঢাকা ও প্রায় সকল বিভাগীয় সড়ক-মহাসড়ক। কোথাও চলাচল করছেনা না দূরপাল্লার কোনো বাস।

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা,  আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মী গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান একদফা দাবিতে ফের টানা দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সমমনা দলগুলোও এতে সমর্থন জানিয়েছে। এর আগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ নভেম্বর দুই দফায় অবরোধ কর্মসূচির পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল , যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক সহ সারাদেশে উল্লেখযোগ্য নেতাদের গ্রেফতার করেছে পুলিশ ।

২৮ অক্টোবর রাত ১০টার পর থেকে এখনো পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, সেদিনের সঙ্ঘাতের পর থেকে  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান। কাঁটাতারে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

দেশব্যাপী হরতাল ও অবরোধে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সারাদেশে বিএনপি জামায়াতসহ বিরোধী দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বগুড়ায় বিক্ষোভ মিছিল চলাকালে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *