‘বাংলাদেশের জন্য ভিসা নীতি এখনো বহাল আছে’

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বণিক বার্তার শিরোনাম, বাংলাদেশের জন্য ভিসা নীতি এখনো বহাল আছে। এতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতির কোনো পরিবর্তন হয়নি। এটি এখনো বহাল আছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক তার প্রশ্নে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে উদ্বেগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনকে ক্ষুণ্ণ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ঘোষিত মার্কিন ভিসা নীতি বাস্তবায়নের সর্বশেষ অবস্থা কী?

জবাবে বেদান্ত প্যাটেল জানান, শুধু নির্বাচন শেষ হয়ে যাওয়ার ফলে এ ধরনের নীতি পরিবর্তন হয়ে যায় না। তবে এ-সংক্রান্ত যে নীতি ঘোষণা করা হয়েছে তার হালনাগাদ বা পরিবর্তনের বিষয়ে নতুন কোনো তথ্য তার কাছে নেই।

যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল তা কি এখনো বহাল আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ। নীতিতে কোনো রদবদল নেই।’

মানবজমিন পত্রিকার শিরোনাম, আরাকানে তীব্র লড়াই। এতে বলা হয়েছে, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর তুমুল লড়াই চলছে। দুই পক্ষের চলমান সংঘাতে উত্তপ্ত বাংলাদেশ সীমান্ত এলাকাও। মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল গতকালও বাংলাদেশে এসে পড়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকার মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।

দুই পক্ষের চলমান সংঘাতে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে ২৬৪ সৈন্য। এ ছাড়াও ২৩ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্যও অনুপ্রবেশের সময় আটক হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত এলাকা বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে। যারা অনুপ্রবেশ করেছে তাদের পুশব্যাকের চেষ্টা চলছে।

সীমান্তের এই উত্তেজনার খবর প্রায় প্রতিটি সংবাদপত্রেই প্রথম পাতায় উঠে এসেছে। দ্য নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘Govt policy responsible for border situation: BNP’ অর্থাৎ, সীমান্ত পরিস্থিতির জন্য সরকারের নীতি দায়ী। এই খবরটিতে বলা হচ্ছে, মঙ্গলবার বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপি বলেছে, মিয়ানমারের সাথে সীমান্তে সাময়িক উত্তেজনা বাড়লে এ নিয়ে নীরব ভূমিকা পালন করছে সরকার। যদিও এরইমধ্যে মিয়ানমার থেকে ছোড়া একটি মর্টার শেলের আঘাতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আজ সীমান্তে পরিস্থিতি অত্যন্ত খারাপ সরকারের নতজানু নীতির কারণে।” তিনি বলেন, “রক্ত ঝরছে। এই সরকারের শাসনামলে দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়েছে, তারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে অঙ্গীকারবদ্ধ নয়। আজ মিয়ানমার সাহসী হচ্ছে কারণ আমরা দুর্বল হয়ে পড়েছি।”

গত সোমবার নাইক্ষ্যংছড়ি উপজেলার জলপাইতলি এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গোলার আঘাতে এক বাংলাদেশি নারী নিহত হয়েছে।
মি. রিজভী বলেন, “এমন ঘটনার পর আপনারা দেখছেন এই সরকার প্রতিবাদ জানাতে ভয় পাচ্ছে। কারণ তিনি (শেখ হাসিনা) নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষকে আটকে রেখেছেন। তার সেই ক্ষমতা নেই।”

সীমান্ত উত্তেজনা নিয়ে নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম, ছাগলনাইয়া সীমান্তে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এতে বলা হয়েছে, ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

২৩ জন বাংলাদেশিকে আটকের ব্যাপারে বিএসএফ সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী পূর্ব ছাগলনাইয়া গ্রামের ৯৫ সীমান্ত পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বিজিবি-৩ এর জললস্কর সদর দফতরের কমান্ডিং অফিসার লে.কর্নেল শেখ মো: বদরুদোজ্জা জানান, বিএসএফ ২৩ বাংলাদেশিকে আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, আটককৃতরা চোরাচালানের সাথে জড়িত।

দৈনিক ইত্তেফাকের খবর, প্রশাসনের নমনীয়তায় বেপরোয়া ছাত্রলীগ! এতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, নারী নিপীড়ন ও মারধরসহ নানা অপরাধের অভিযোগ আগে থেকেই থাকলেও সবশেষ ‘ধর্ষণকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক হয়েছে। তবে আগের এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ কোন ব্যবস্থা নেয়নি।

এ কারণে বিশ্ববিদ্যালয়ে অপরাধমূলক কর্মকাণ্ড থামছে না এবং ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠছে বলে খবরে বলা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘মানবিকতা’ দেখায়। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে মীমাংসা করার চেষ্টা চালায়। ফলে বিচারহীনতার সংস্কৃতির কারণে বিশ্ববিদ্যালয়ে অপরাধ বাড়ছে। গত বছরের বিভিন্ন সময়ে ক্যাম্পাসের আশেপাশের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগও আনা হয়েছে এই প্রতিবেদনে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিষয়ে নানা অভিযোগ নিয়ে সমকাল পত্রিকার শিরোনাম, হলে হলে ছাত্রলীগের মাদক বেচাকেনা। এতে অভিযোগ করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক বিভিন্ন হলে টর্চার সেল গড়ে তুলেছেন ছাত্রলীগের কয়েক নেতা। হলে হলে এসব কক্ষে চাঁদা আদায়সহ বিভিন্ন কারণে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও মাদক কারবার চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

সুবর্ণচরে আবারও দলবদ্ধ ধর্ষণ, পৈশাচিকতার শিকার মা-মেয়ে : আওয়ামী লীগ নেতা গ্রেফতার। যুগান্তর পত্রিকার শিরোনাম এটি। এতে বলা হয়েছে, সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। চুরি করতে ঘরে ঢুকে ধর্ষণের পর লম্পটরা ১৭ হাজার টাকা, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নেয়।

সোমবার রাত ২টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে এক গৃহবধূ ও তার ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ওই আওয়ামী লীগ নেতাসহ আরও দুজনকে আসামি করে মামলা করেন।

এরআগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এটি সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সোমবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ ঘটনার মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জনের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

তেলের দাম নিয়ে বণিক বার্তার প্রথম পাতার খবর, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ৩ বছরের সর্বনিম্নে
এই খবরে বলা হয়েছে, বিশ্বব্যাংকের নিয়মিত মাসিক প্রতিবেদনের (পিংক শিট) ফেব্রুয়ারি সংস্করণের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম এখন তিন বছরের সর্বনিম্নে। জানুয়ারিতে পণ্যটির গড় মূল্য নেমে এসেছে প্রতি টন ৯৭১ ডলারে।

তবে সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজারে দরপতনের কোনো প্রভাব পড়েনি দেশের বাজারে। উল্টো খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করছেন। গত মাসেও সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে লিটারে ৪ টাকা। ব্যবসায়ীদের দাবি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্যহ্রাসের সুফল পাচ্ছে না বাংলাদেশ।

প্রতি মাসেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে সেপ্টেম্বরের পর থেকে কোনো নতুন দর নির্ধারণ করা হয়নি।

কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম, তিন মাসে বাড়িভাড়া বেড়েছে ৫.৮৯ শতাংশ : বিবিএস। এই খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাড়িভাড়া সূচকের ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত বছরের শেষ তিন মাসে বাড়িভাড়া ৫.৮৯ শতাংশ বেড়েছে। আগের বছর ২০২২ সালের একই সময়ে ভাড়া ৫.৮৬ শতাংশ বেড়েছিল।পাকা, আধাপাকা, কাঁচা ও ঝুপড়ি—এই তিন ধরনের বাড়ির ভাড়া নিয়ে বিবিএস হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের জরিপের তথ্য অনুসারে, গত অক্টোবর-ডিসেম্বর কাঁচা ঘর বিভাগের ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে। পাকা ঘর বিভাগে দ্বিতীয় প্রান্তিকে সূচক বেড়েছে ১০৮.৮৮ শতাংশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫.৭৫ শতাংশ বেশি। বিভাগীয় হিসাবে দেখা গেছে, বাড়িভাড়া সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে বরিশাল বিভাগ। সবচেয়ে কম বাড়িভাড়া বেড়েছে সিলেট বিভাগে। বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *